Accident: নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে চার চাকার ধাক্কা গাছে, ঘটনাস্থলেই মৃত্যু

Road Accident: স্থানীয় সুত্রে জানা গেয়েছে, একটি চার চাকা গাড়ি কামারপুকুর থেকে পশ্চিম মেদিনীপুরের মাংরুল যাচ্ছিল। সেই সময় পথে হাজীপুরের করপুকুর এলাকায় একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে।

Accident: নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে চার চাকার ধাক্কা গাছে, ঘটনাস্থলেই মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যুImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 20, 2025 | 6:21 PM

গোঘাট: রবিবার বিকালে গোঘাটের হাজিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুত গতিতে যাচ্ছিল চার চাকা গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ সেটি ধাক্কা মারে গাছে। তারপর ভয়ঙ্কর পরিণতি। ঘটনাটি ঘটেছে হুগলির কামারপুরের ঘটনা।

স্থানীয় সুত্রে জানা গেয়েছে, একটি চার চাকা গাড়ি কামারপুকুর থেকে পশ্চিম মেদিনীপুরের মাংরুল যাচ্ছিল। সেই সময় পথে হাজীপুরের করপুকুর এলাকায় একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। গাড়ির ভিতরে গাড়ির চালক সহ চারজন ছিলেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় গাড়িতে থাকা চার জন। স্থানীয়রাই দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে এসে আহতদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থার অবনতি হওয়ায় তিন জনকে আরামবাগ মেডিকেল হাসপাতালে স্থানন্তরিত করা হয়।

গোঘাট থানার পুলিশ গিয়ে গাড়িটিকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সন্তু বারুই। তাঁর বাড়ি মাংরুল এলাকায়। যদিও স্থানীয়দের দাবি অতিরিক্ত গতির জেরে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের আত্মীয় বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে দেখলাম আমার এক বন্ধু পড়ে আছে। আর একজন মারা গিয়েছে। কিন্তু কীভাবে ঘটেছে বলতে পারব না।”