
শেওড়াফুলি: সামনেই ছিল কালী পুজো। সেই কারণে নিস্তারিণী কালি মন্দির ঘাটে স্নান করতে নেমেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। গঙ্গায় স্নানে নেমেই তলিয়ে গেলেন এক যুবক। নিখোঁজের নাম প্রীতম দাস (২১)।
পরিবার সূত্রে খবর, প্রীতমের বাড়ি হুগলির হরিপালের নারায়ণপুরে। আগামী মঙ্গলবার সেখানে কালী পুজো আছে। সেই পুজো কমিটির সভাপতি হলেন প্রীতম। মাস দেড়েক আগে কলকাতায় চাকরি পেয়েছিলেন তিনি। তবে পুজোর আগে রবিবার গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে বাড়ি যাবে বলে ঠিক করেন তিনি। ভোর পাঁচটার ট্রেন ধরে হরিপাল থেকে শেওড়াফুলি আসেন। গঙ্গায় স্নান করতে নামেন। তখনই কোনওভাবে তলিয়ে যান।
যুবকের তলিয়ে যাওয়ার খবর পেয়ে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ আসে গঙ্গার ঘাটে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরে। স্পিডবোট নিয়ে এসে তল্লাসী শুরু হয়।হরিপাল থেকে যুবকের পরিবার ও গ্রামের অনেকে আসেন গঙ্গার ঘাটে। মৃতের ভাই বলেন, “ভাই গঙ্গায় স্নানে নেমেছিল। ও নিজের সঙ্গে করে ড্রাম আর ভিজে কাপড়-জামা নিয়ে এসেছিল। স্নান করবে বলে গামছা পরেই নামে। গঙ্গায় ভাঁটা ছিল বলে একটু দূর অবধি যেতে হয়েছিল। লাস্টের সিঁড়িতে অনেক গর্ত ছিল। প্রায় এক মানুষের উপর গর্ত। আর সেখানে পড়েই তলিয়ে যায়।”