
ব্যান্ডেল: সোমবার একুশে জুলাই। তার আগে প্রচার চলছে। আর এবার গলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া প্লাকার্ড ঝুলিয়ে একাই ট্রেনে ঘুরে ২১ জুলাইয়ের প্রচার চালাচ্ছেন মমতার ভক্ত।
হুগলির বাসিন্দা ভাই দাস। ট্রেনে হকারি করেন। সকালে কয়েক ঘণ্টা হকারি। তারপর গলায় প্লাকার্ড ঝুলিয়ে ২১ জুলাইয়ের প্রচার চালিয়ে যাচ্ছেন। আপাতত ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত এই কাজ চালিয়ে যাবেন তিনি। এই ভাই দাস-ই একসময় ব্যান্ডেল থেকে হাওড়া সব স্টেশনের নাম দিয়ে ছড়া লিখে বই ছাপিয়ে ছিলেন। এমনকী, ‘একাই একশো মমতা’ লিখে নিজেই ট্রেনে বিক্রি করেন।
ভাই দাস বলেন, “১৯৯৮ সালে যখন তৃণমূল তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় থেকেই প্রতিবছর একুশে জুলাই এর ধর্মতলা সভার সমর্থনে প্রচার করি। একা একাই এই প্রচার চালাই। মানুষকে আহ্বান করি ২১ জুলাই ধর্মতলায় সভায় যাওয়ার জন্য।”
মমতাকে নিয়ে লেখা বই ওই দিন ধর্মতলায় বিক্রি করেন ভাই দাস। তবে ২১ জুলাই সমাবেশের প্রচারে কোনও উদ্দেশ্য নিয়ে যান না তিনি। ভাই দাস বলেন, “আমি দিদিকে ভালোবাসি। আমি দিদির ভক্ত। তাই আমি নিজের উদ্যোগে এই প্রচার করি। অন্যরা তাঁদের মত প্রচার করেন।”