Panchayat Elections 2023: তৃণমূলের তালিকায় জ্বলজ্বল করছে বিজেপি নেত্রীর নাম, গেরুয়া শিবির বলছে ‘প্রার্থী চোর’

Panchayat Elections 2023: বুধবার ঘোষণা হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। সেখানে জ্বলজ্বল করছে বিজেপি প্রার্থীর নাম। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি তৃণমূল ব্লক সভাপতি।

Panchayat Elections 2023: তৃণমূলের তালিকায় জ্বলজ্বল করছে বিজেপি নেত্রীর নাম, গেরুয়া শিবির বলছে প্রার্থী চোর
সুপ্রিয়া মালিক (নিজস্ব চিত্র)

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 15, 2023 | 8:09 AM

গোঘাট: ‘চোর’ এই শব্দটা তৃণমূলের কাছে নতুন নয়। বিরোধীরা বারংবার তাবড়়-তাবড় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে নিচুতলার নেতাদের ‘চোর’ বলে আক্রমণ করে এসেছে বিভিন্ন ইস্যুতে। পাল্টা তার জবাব দিতে ছাড়েনি ঘাসফুল শিবিরও। তবে ভোটের পূর্বে এবার ‘প্রার্থী চুরি’ দায় পড়ল শাসক শিবিরের উপর। আর এই অভিযোগ তুলেছে বিজেপি।

কী ঘটেছে?

বুধবার ঘোষণা হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। সেখানে জ্বলজ্বল করছে বিজেপি প্রার্থীর নাম। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি তৃণমূল ব্লক সভাপতি। তবে ব্লক সভাপতি অরুণ কেওড়া জানিয়েছেন যে বিষয়টি তাঁদের জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন। আর তাদের প্রার্থী চুরি করছে বলছে বিজেপি।

হুগলির গোঘাট ২ নং ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের ২০১/৭৫ নং সংসদে বিজেপি-র হয়ে মনোনয়ন জমা দিয়েছেন সুপ্রিয়া মালিক। গতকাল গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই দেখা যায় সুপ্রিয়া মালিকের নাম তৃণমূলের প্রার্থী তালিকায়। যদিও এই নিয়ে গোঘাট দু’নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুন কেওড়া কিছু বলতে রাজি হননি।

বিষয়টি জানাজানি হতেই কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বিজেপি। মণ্ডল সভাপতি দোলন দাস বলেন,”এতদিন জানতাম তৃণমূল গরু চোর, পাথর চোর, কয়লা চোর। এখন প্রার্থী চোরও হয়ে গেল। এমন অবস্থা হয়েছে যে তৃণমূল প্রার্থীও খুঁজে পাচ্ছে না দাঁড় করানোর জন্য। এটা ওদের লজ্জা। এখন ওরা বিজেপির প্রার্থী চুরি করতে চাইছে।” অপরদিকে যাঁর নাম এসেছে সেই  সুপ্রিয়া মালিক বলেন, “আমি জানতাম না। পরে শুনি তৃণমূলের প্রার্থী তালিকায় শুনলাম আমার নাম। আর আমি বিজেপিতেই থাকব।”