Pandua: মনসা পুুজোয় মাইক বাজানো নিয়ে ঝামেলা, রাস্তায় ফেলে যুবকের বুকে লাথি, মৃত্যু

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 30, 2024 | 1:38 PM

Pandua: গত বৃহস্পতিবার আশিস বন্ধুদের সঙ্গে বিষহরিতলার মেলা দেখে বাইকে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে গমুকপাটি এলাকায় মনসা পুজোর মাইক বাজানো নিয়ে একটা গন্ডগোল চলছিল। সেখান দিয়ে যাওয়ার সময় আশিষের গায়ে ধাক্কা লাগে এক গ্রামবাসীর। সেই নিয়ে বচসা তর্কাতর্কি শুরু হয়।

Pandua: মনসা পুুজোয় মাইক বাজানো নিয়ে ঝামেলা, রাস্তায় ফেলে যুবকের বুকে লাথি, মৃত্যু
পাণ্ডুয়াতে যুবকের মৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি:  বাড়ির সামনেই মনসা পুজো। আর সে পুজোয় মাইক বাজানো নিয়ে বচসা। বচসার জেরে রাস্তায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হুগলির পাণ্ডুয়ার দ্বারবাসিনী এলাকায়।  ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আশিস বাউল (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার আশিস বন্ধুদের সঙ্গে বিষহরিতলার মেলা দেখে বাইকে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে গমুকপাটি এলাকায় মনসা পুজোর মাইক বাজানো নিয়ে একটা গন্ডগোল চলছিল। সেখান দিয়ে যাওয়ার সময় আশিষের গায়ে ধাক্কা লাগে এক গ্রামবাসীর। সেই নিয়ে বচসা তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ,  আশিসকে বাইক থেকে কলার ধরে টেনে নামিয়ে মারধর করা হয়। রাস্তায় ফেলে বুকে লাথি মারা হয় বলেও অভিযোগ। বন্ধু তাঁকে ছাড়িয়ে কোনওভাবে বাড়ি নিয়ে যায়। রাতে বুকে ব্যথা অনুভব করেন আশিস। তাঁর বাবা বিকাশকে বলেন ঘটনার কথা।

অভিযোগ, পরদিন ওই গ্রামে গিয়ে কেন ছেলেকে মারা হয়েছে জিজ্ঞাসা করতে গেলে তাঁদের উপর চড়াও হয় গ্রামের অভিযুক্তরা। শুক্রবার রাতে রক্ত বমি শুরু হয়। পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরের কথা বলেন চিকিৎসক। এরপর তাঁকে কল্যানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে এন আর এস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আশিসের।
ঘটনায় লাল্টু বাউল দাস ও শুভঙ্কর বাউল দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পাণ্ডুয়া থানার পুলিশ।

Next Article