Hooghly: মলয়বাবুর রিওকে কি দেখেছেন আপনি? ধরে দিতে পারলেই পাবেন মোটা টাকা

Hooghly: হুগলির পান্ডুয়া স্টেশন রোড খারাজিপাড়ার বাসিন্দা মলয় মজুমদার। তাঁর বাড়ি থেকে নিখোঁজ হয় আফ্রিকান গ্রে প্যারট বা ধূসর তোতা। নিজের সন্তানের মত যত্ন করেন মজুমদার দম্পতি সেই তোতাকে। আদর করে নাম দেন রিও।

Hooghly: মলয়বাবুর রিওকে কি দেখেছেন আপনি? ধরে দিতে পারলেই পাবেন মোটা টাকা
মলয়বাবুর রিও মিসিংImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 30, 2025 | 6:17 PM

হুগলি: খাইয়েছেন, বড় করেছেন, আদরের সেই রিও এখন বেপাত্তা। বলা ভাল নিখোঁজ। এ দিকে তাকে না খুঁজে পেয়ে হাপিত্যেশ করছেন মলয়বাবু। শেষে আর কোনও উপায় না দেখে সাঁটালোন পোস্টার। শুধুই কি পোস্টার? সঙ্গে জোর কদমে চলছে মাইকে প্রচার। যে সন্ধান দেবে সেই পাবে দশ হাজার টাকা। জানেন কে এই রিও? যার জন্য এত উতলা মলয়বাবু?

হুগলির পান্ডুয়া স্টেশন রোড খারাজিপাড়ার বাসিন্দা মলয় মজুমদার। তাঁর বাড়ি থেকে নিখোঁজ হয় আফ্রিকান গ্রে প্যারট বা ধূসর তোতা। নিজের সন্তানের মত যত্ন করেন মজুমদার দম্পতি সেই তোতাকে। আদর করে নাম দেন রিও। তোতা হারিয়ে যাওয়ায় নাওয়া খাওয়া ভুলে তার খোঁজ চালাচ্ছেন মলয়বাবু। সকালে টোটোয় মাইক বেঁধে বেরিয়ে পড়েছেন প্রচারে। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণার সঙ্গে চলছে পুরষ্কারের ঘোষণাও। কেউ যদি রিওর খোঁজ দিতে পারে…কাতর অনুরোধ চলছে।

মলয় মজুমদার বলেন, “বাড়িতে ছাড়াই থাকত রিও। গত ৯ জুলাই খাবার খাওয়ার পর আমার কাঁধে বসেছিল। আমার বাড়িতে অনেকগুলো কুকুর আছে। একটা কুকুর লাফিয়ে আমার দিকে আসতেই ভয় পেয়ে উড়ে গিয়ে সামনের নারকেল গাছে বসে।সেখান থেকে কোথায় চলে গেল বুঝতে পারিনি। পান্ডুয়া,খন্যান,বৈঁচি,সিমলাগড়ে প্রচার করছি। এর মধ্যে একদিন খোঁজ পেলাম কাকদ্বীপে একজন একটি ধূসর তোতা পেয়েছেন। সেখানে গেলাম। কিন্তু সেই তোতা আমার রিও নয়। গত এক সপ্তাহ ধরে কোনও কাজ আমি করতে পারছি না। আমার সন্তান হারিয়ে গেলেও তাকে খুঁজতে হত।সে রকমই রিওকে খুঁজে বেড়াচ্ছি। আমি জানি ও আমাকে খুঁজছে। কারণ একটা মুহূর্ত আমাকে ছাড়া থাকতো না।”

পথ কুকুর বিড়ালরা দূর্ঘটনায় আহত হলে বাড়িতে নিয়ে এসে শুশ্রূষা করেন মলয়বাবু।পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নয় মাস আগে নিয়ে এসেছিলেন রিওকে। এখন সেই ফুড়ুৎ।মলয়ের স্ত্রী প্রভাতি মজুমদার বলেন, “পরিবারের একজন সদস্য ছিল। হারিয়ে যাওয়ার পর থেকে মন খারাপ হয়ে আছে।”