Narendra Modi: মোদীর সভায় জনপ্লাবন, নতুন স্বপ্নের উড়ানে পাড়ি দিতে উপচে পড়ল ভিড়
Narendra Modi: প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে বিকাশের নতুন স্বপ্নের উড়ানে পাড়ি দিল পূর্ব ভারতের আমাপর আম জনতা। ভিড় ছিল কার্যত চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী মোদীর সভা ঘিরে ধানবাদে এক ব্যাপক জনপ্লাবন দেখা গিয়েছে। গিজ গিজ করছিল ভিড়। আর তারপর আরামবাগের সভায় তা যেন আরও ছাপিয়ে গেল।
আরামবাগ: তিনি এলেন, দেখলেন, জয় করলেন। বঙ্গ সফরে এসে লোকসভা ভোটের দামামা বাজিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে ধানবাদে। তারপর আরামবাগে। প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে বিকাশের নতুন স্বপ্নের উড়ানে পাড়ি দিল পূর্ব ভারতের আমাপর আম জনতা। ভিড় ছিল কার্যত চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী মোদীর সভা ঘিরে ধানবাদে এক ব্যাপক জনপ্লাবন দেখা গিয়েছে। গিজ গিজ করছিল ভিড়। আর তারপর আরামবাগের সভায় তা যেন আরও ছাপিয়ে গেল। যে পরিমাণ জনসমাগমের বন্দোবস্ত করা হয়েছিল, তার থেকে কয়েক গুণ মানুষ ভিড় জমিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য শোনার জন্য। কাতারে কাতারে মানুষের ঢল নেমেছিল আরামবাগে। এক কথায় বলতে গেলে, মোদীর সভা ঘিরে এক জন বিস্ফোরণের সাক্ষী থাকল আরামবাগ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরে এদিন একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন হল। রেল ও বন্দর মিলিয়ে মোট প্রায় ৭২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হল শুক্রবার। এবারের বাজেটে যে বাংলায় রেলের বিভিন্ন প্রকল্পের জন্য ঢেলে বরাদ্দ করা হয়েছে, সে কথাও এদিন শোনালেন প্রধানমন্ত্রী। রেল স্টেশনগুলির আধুনিকীকরণ থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ্য, সব দিকেই যে কেন্দ্রীয় সরকার নজর দিচ্ছে তাও জানালেন মোদী।
আরামবাগ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল সন্দেশখালির কথাও। রাজ্যের শাসক শিবির তৃণমূলকে একহাত নিয়ে মোদী বললেন, ‘তৃণমূল নেতারা সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা করেছে, তাতে দুঃসাহসের সব সীমা পার হয়ে গিয়েছে। সন্দেশখালির মহিলারা মুখ খুলেছেন।’ সন্দেশখালির ঘটনায় কেন বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারা মুখে কুলুপ এঁটে রয়েছেন, সেই নিয়েও প্রশ্ন তোলেন মোদী।