Hooghly: রাস্তায় চাপ-চাপ রক্ত, পড়েছিল দুপাটি জুতো, ‘রহস্যের’ গন্ধ পেল পুলিশ

উল্লেখ্য, রবিবার রাতে চণ্ডিতলার হাটপুকুর এলাকায় আটটা নাগাদ রক্তাক্ত একটি স্কুটি দেখতে পান এলাকার বাসিন্দারা। পাশাপাশি রাস্তায় পড়েছিল চাপ চাপ রক্ত। এই দৃশ্য দেখার পরই তড়িঘড়ি পুলিশে খবর দেন এলাকাবাসী।

Hooghly: রাস্তায় চাপ-চাপ রক্ত, পড়েছিল দুপাটি জুতো, রহস্যের গন্ধ পেল পুলিশ
হুগলিতে উদ্ধার দেহImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 01, 2025 | 1:46 PM

হুগলি: হুগলির চণ্ডিতলার হাটপুকুরে রহস্যজনক খুনের ঘটনায় আটক মৃতের স্ত্রী টুম্পা ক্ষেত্রপাল। পুলিশের অনুমান, টুম্পার হয়ত কোনও বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল। আর সেই কারণেই খুন হতে হয়েছে পেশায় রাজমিস্ত্রি শ্রীমন্ত কোড়াকে। পুলিশ সূত্রে খবর, গলার নলি কেটে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।

উল্লেখ্য, রবিবার রাতে চণ্ডিতলার হাটপুকুর এলাকায় আটটা নাগাদ রক্তাক্ত একটি স্কুটি দেখতে পান এলাকার বাসিন্দারা। পাশাপাশি রাস্তায় পড়েছিল চাপ চাপ রক্ত। এই দৃশ্য দেখার পরই তড়িঘড়ি পুলিশে খবর দেন এলাকাবাসী। রাত এগারটা নাগাদ রক্তাক্ত ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তাক্ত স্কুটি ছাড়াও, অ্যাসিডের ভাঙা বোতল, রক্তমাখা চটি এবং হেডফোন উদ্ধার করে পুলিশ। এরপরই ঘটনার তদন্তে নেমে মৃতের স্ত্রীকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের স্ত্রীর টুম্পার সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে। যদিও, সেই প্রেমিকের খোঁজ এখনও মেলেনি। এই খুনের ঘটনার পিছনে মৃতের অভিযুক্ত প্রেমিকের ভূমিকা আদৌ ছিল কি না খতিয়ে দেখছে পুলিশ।

বস্তুত, মৃত শ্রীমন্ত কোড়ার বাড়ি পাণ্ডুয়ার চাঁদপুর এলাকায়। পান্ডুয়ারই টুম্পা ক্ষেত্রপালকে বিবাহ করে গত তিন বছর ধরে চণ্ডীতলার কুমির মোরার কাছে ঘড় ভাড়া নিয়ে থাকছিলেন শ্রীমন্ত। জানা গিয়েছে, শ্রীমন্ত আর টুম্পা দু’জনেরই এটা দ্বিতীয় বিবাহ ছিল। দুজনেরই আগের পক্ষের দুটি করে সন্তান রয়েছে।