Konnagar: প্রেমিককে বিয়ের জন্য চাপ! কোন্নগরে আচমকা ছাদ থেকে পড়ে মৃত্যু আঠারোর তরুণীর, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? তদন্তে পুলিশ

Ashique Insan | Edited By: জয়দীপ দাস

Nov 19, 2024 | 8:16 PM

Konnagar: দ্রুত তাঁকে উদ্ধার করে এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান এলাকার লোকজন। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। পরবর্তীতে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।

Konnagar: প্রেমিককে বিয়ের জন্য চাপ! কোন্নগরে আচমকা ছাদ থেকে পড়ে মৃত্যু আঠারোর তরুণীর, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? তদন্তে পুলিশ
দীপাঞ্জনা গোস্বামী
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কোন্নগর: চারতলার ছাদ থেকে একেবারে নিচে তাকাতেই দেখা গেল পড়ে রয়েছে তরুণী। ততক্ষণে দেহ থেকে বেরিয়ে গিয়েছে প্রাণবায়ু! আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা, তা ঘিরে শোরগোল কোন্নগর ইন্দিরা গান্ধী রোড এলাকায়। এই এলাকাতেই রয়েছে ওই আবাসন। সেখানেই আঠারো বছরের দীপাঞ্জনা গোস্বামীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এলাকায় চাপানউতোর। রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার লোকজনই প্রথম ওই তরুণীর দেহ দেখতে পান। 

দ্রুত তাঁকে উদ্ধার করে এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান এলাকার লোকজন। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। পরবর্তীতে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে, এদিন দুপুরে স্নান করার পর পাখি নিয়ে আবাসনের ছাদের পাঁচিলে বসেছিলেন ওই তরুণী। কিন্তু, আচমকাই ছাদ থেকে নিচে পড়ে যেতে দেখা যায় তাঁকে। কিন্তু, সেটা নিছক দুর্ঘটনার কারণেই নাকি স্বেচ্ছায় যুবতী ঝাঁপ দিয়েছন তা নিয়ে চলছে চাপানউতোর। 

এদিকে তরুণীর মা জানাচ্ছেন, একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তাঁদের মেয়ের। মেয়েই নাকি চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য। ছেলেটি ২ বছর সময়ও চেয়েছিল। এদিন ছাদেও নাকি সেই ছেলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় ফোনে। তারপরই ঘটে যায় এই ঘটনা। যদিও এ ঘটনায় ছেলেটিকে কোনও দোষ দিতে নারাজ তিনি। অন্যদিকে দীপাঞ্জনার বাবা জানাচ্ছেন মেয়েকে বারবার নিচে নেমে আসতে বলা হয়েছিল। সে নামবে বলেও জানায়। কিন্তু, তারমধ্যেই কোনওভাবে দুর্ঘটনা ঘটে যায়। যদিও ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। দীপাঞ্জনের মৃত্যুতে পরিবারের পাশাপাশি শোকের ছায়া এলাকায়। 

Next Article
Hooghly: ডিম কিনতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা নাবালিকার, পাড়ার ‘দাদু’কে তুলে নিয়ে গেল পুুলিশ
Haripal: ঢুকল ট্যাবের টাকা, খুশিতে ডগমগ পড়ুয়ারা