Kumbha: কুম্ভে বাঁশের মঞ্চ দেখে খুশি নয় পুলিশ, প্রয়াগ থেকে শিক্ষা নিয়ে এবার নয়া ব্যবস্থা
Hooghly: পুলিশ সুপার জানিয়েছেন, এলাকার সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তা দেখবে প্রশাসন। যারা কুম্ভমেলায় যোগ দিতে যাবেন তাঁরা যাতে কোনও সমস্যায় না পড়েন, সেটাও দেখা হবে।

ত্রিবেণী: কুম্ভমেলার মূল মঞ্চ দেখে খুশি নন পুলিশ সুপার। বাঁশের খুঁটি নয় শাল ও বল্লা দিয়ে মঞ্চ তৈরি করার নির্দেশ দেওয়া হল। ‘ফিট সার্টিফিকেট’ পাওয়ার পরই মঞ্চ ব্যবহারের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে একের পর এক দুর্ঘটনার খবর সামনে এসেছে। তারপর আর কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
ত্রিবেণী কুম্ভমেলায় এবার বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। শুক্রবার হুগলি গ্রামীণের পুলিশ সুপার কামনাশিস সেন কুম্ভমেলার ঘাট ও মাঠ পরিদর্শন করেন। এদিন মেলা কমিটির উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন তিনি। সপ্তর্ষি ঘাটের বিপরীতে শিবপুর ফুটবল মাঠে তৈরি হয়েছে কুম্ভের মূল মঞ্চ। সাধুদের আখড়া তৈরি হবে ওই মাঠেই। প্রচুর পুণ্যার্থীর ভিড় জমবে।
সেই জায়গায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ সুপার চাইছেন পোক্ত করা হোক মঞ্চ। সেখানে দেখা যায় কাঠের পাটা দিয়ে বাঁশের খুঁটিতে মঞ্চ তৈরি করা হচ্ছে, যা খুব একটা শক্তপোক্ত নয়। এরপরই নির্দেশ দেওয়া হয়, শাল-বল্লার খুঁটি দিয়ে ভাল করে মঞ্চ তৈরি করতে হবে।
পুলিশ সুপার জানিয়েছেন, এলাকার সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তা দেখবে প্রশাসন। যারা কুম্ভমেলায় যোগ দিতে যাবেন তাঁরা যাতে কোনও সমস্যায় না পড়েন, সেটাও দেখা হবে। এছাড়া পুলিশ সুপার জানিয়েছেন, অ্যাম্বুলেন্সের মত জরুরি গাড়ি চলার জন্য রাস্তা ছাড়া থাকবে, মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয়, সেদিকেও খেয়াল রাখা হবে।
কুম্ভমেলার আহ্বায়ক অভিনব বসু বলেন, সতর্কতা নিতে পুলিশ প্রশাসন যা বলছে, সেটাই আমরা করছি। মঞ্চ তৈরির ক্ষেত্রেও সেটা হবে। ফিট সার্টিফিকেট ডেকরেটর দিলে আমরা পুলিশকে দিয়ে দেব।





