Arambag poster: বালি মাফিয়াদের মূল পাণ্ডা একাধিক তাবড় তৃণমূল নেতা! পোস্টার জুড়ে শোরগোল আরামবাগে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 26, 2022 | 1:49 PM

Arambag: মঙ্গলবার সকাল থেকেই এই পোস্টারে রীতিমত হতবাক তৃণমূলের কর্মীরাও।

Arambag poster: বালি মাফিয়াদের মূল পাণ্ডা একাধিক তাবড় তৃণমূল নেতা! পোস্টার জুড়ে শোরগোল আরামবাগে
আরামবাগে পড়ল পোস্টার (নিজস্ব ছবি)

Follow Us

আরামবাগ: ‘দিলীপ যাদব, স্নেহাশিস চক্রবর্তী, রামেন্দু সিংহ, মানস মজুমদার, অসীমা পাত্র সকলেই নাকি বালি মাফিয়াদের মূল পাণ্ডা।’ ঠিক এই রকমই পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির পুরশুড়ায়। শুধু পুরশুড়া বললে ভুল, আরামবাগের একাধিক জায়গায় এই পোস্টার পড়ায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলেরই নেতা-নেত্রীদের বিরুদ্ধে একাধিক জায়গায় পড়েছে এই ধরনের পোস্টারগুলি। যার জেরে ব্যাপক শোরগোল পড়েছে।

পোস্টারে ঠিক কী লেখা হয়েছে?

‘দিলীপ যাদব, স্নেহাশিস চক্রবর্তী, রামেন্দু সিংহ রায়, মানস মজুমদার, অসীমা পাত্র’ – বালি মাফিয়াদের মূল পাণ্ডা। এদের রাজত্বে আরামবাগ মহকুমার শাসক দলের ভাব মূর্তি নষ্ট হয়ে গিয়েছে। অবিলম্বে এই ৫ জন নেতা-নেত্রীর আরামবাগ মহকুমায় ঢোকা বন্ধ করার জন্য আবেদন জানানো হচ্ছে।”

মঙ্গলবার সকাল থেকেই এই পোস্টারে রীতিমত হতবাক তৃণমূলের কর্মীরাও। পুরশুড়ার রবীন্দ্র কোল্ডস্টোরেজ সংলগ্ন এলাকায় এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে শোরগোল। আরামবাগ কলকাতা রাজ্য সড়কের উপরে পুরশুড়ার চৌমাথা সংলগ্ন এলাকায় যে ফ্লাইওভারের কাজ হচ্ছে, সেই ফ্লাইওভারের দেওয়ালে শাসক দলের জেলার প্রথম সারির কয়েকজন নেতা ও নেত্রীর নামে পড়েছে পোস্টারগুলি।

এখানেই শেষ নয়, পাশপাশি লেখা রয়েছে, “২০২৪ সালে লোকসভা নির্বাচনে প্রার্থী পদের লোভে লড়াই চলছে অসীমা পাত্র বনাম মানস মজুমদারের বাহিনীর মধ্যে। এরা নিজেদের-নিজেদেরকে সাংসদ মনে করে ২০২২ সাল থেকেই ঘুঁটি সাজাচ্ছে। মানস মজুমদার ও অসীমা পাত্র বালি মাফিয়াদের সাথে হাত মিলিয়ে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করেছে। আর তাতে পূর্ণ সহযোগিতা করছে জেলা তৃণমূল কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা দিলীপ যাদব, স্নেহাশিস চক্রবর্তী আর এদের সঙ্গে যোগ্য দোসর রামেন্দু সিংহ রায়।” জানা গিয়েছে, পোস্টারগুলি পড়েছে আরামবাগ নাগরিকবৃন্দ এর তরফ থেকে। তবে গোটা বিষয়ের কোনওটিই নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূল নেতা। মানস মজুমদার জানিয়েছেন, “আমি এই বিষয়ে কিছুই বলতে চাই না।”

আরও পড়ুন: Hanskhali Case: অটো চড়ে সিবিআই ক্যাম্পে তৃণমূল নেতা, হাঁসখালি ‘ধর্ষণকাণ্ডে’ ডাক পড়ল অভিযুক্তর বাবার

Next Article