Tarakeshwar Temple: আপনিই সেই BSF জওয়ান না? পূর্ণমকে দেখেই চিনে গেল তারকেশ্বরের পুরোহিত, তারপর যা হল কল্পনাও করতে পারবেন না

Tarakeshwar Temple: খবর ছড়াতেই ভিড় জমতে থাকে মন্দিরে। অনেকেই সেলফি তুলতে হুড়োহুড়ি শুরু করে দেন। কথা বলতেও এগিয়ে আসেন অনেকে। অন্যদিকে পূর্ণমকে আলাদা করে পুজোর ব্যবস্থা করে দিতে পেরে খুশি তারকেশ্বর মন্দিরের পুরোহিতরাও।

Tarakeshwar Temple: আপনিই সেই BSF জওয়ান না? পূর্ণমকে দেখেই চিনে গেল তারকেশ্বরের পুরোহিত, তারপর যা হল কল্পনাও করতে পারবেন না
পূর্ণমকে দেখেই ব্য়াপক ভিড় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 28, 2025 | 2:38 PM

তারকেশ্বর: ২২ দিন বন্দি ছিলেন পাকিস্তানের হাতে। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত মুক্ত হন। মাসখানেক পর কয়েকদিন আগেই ফিরেছেন রিষড়ার বাড়িতে। এবার স্ত্রী নিয়ে সোজা তারকেশ্বরে পুজো দিতে চলে গেলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। তাঁকে দেখে জমল ভিড়। সেলফি তোলার হিড়িক পড়ে গেল মন্দিরে আগত পুণ্যার্থীদের মধ্যে। এক্কেবারে হইহই কাণ্ড। 

হঠাৎ তারকেশ্বর মন্দিরে পূর্নম সাউ,তাকে দেখে ভীর জমল,সেলফি তোলার হিরিক। স্ত্রী ছাড়াও পূর্ণমের সঙ্গে ছিলেন ছেলে ও কয়েকজন আত্মীয়। এদিন দুপুর ১২টা নাগাদ মন্দিরে আসেন তাঁরা। কিন্তু, মানুষের মধ্যে কৌতূহল তৈরি হতে পারে বুঝতে পেরে তাঁরা পরিচয় গোপন রেখে সাধারণ ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়ান। কিন্তু, তাঁকে ঠিক চিনে ফেলেন এক পুরোহিত। তড়িঘড়ি তাঁদের আলাদা করে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় বলে খবর। ততক্ষণে বীর জওয়ানের আসার খবর চাউর হয়ে গিয়েছে মন্দির চত্বরে। 

খবর ছড়াতেই ভিড় জমতে থাকে মন্দিরে। অনেকেই সেলফি তুলতে হুড়োহুড়ি শুরু করে দেন। কথা বলতেও এগিয়ে আসেন অনেকে। অন্যদিকে পূর্ণমকে আলাদা করে পুজোর ব্যবস্থা করে দিতে পেরে খুশি তারকেশ্বর মন্দিরের পুরোহিতরাও। তাঁরা বলছেন, দেশের রিয়েল নায়ককে পুজো দেওয়ার ব্যবস্থা করে দিতে পেরে তাঁরা নিজেদের ধন্য মনে করেছেন। অন্যদিকে পূর্ণম বলেন, মায়ের ইচ্ছাপূরণ করতেই তারকেশ্বর মন্দিরে আসা।