Ambulance in Hospital: মেডিক্যাল কলেজ চত্বর জুড়ে বেসরকারি অ্যাম্বুলেন্সের লাইন, কোন ‘বাবু’দের নির্দেশে?
Ambulance in Hospital: কারা সরকারি হাসপাতালের ভিতর অ্যাম্বুলেন্সের ব্যবসা করছেন? কোনও এক অজানা ভয়ে রোগী বা রোগীর আত্মীয় পরিজনেরা কথা বলতে চাইছেন না এ ব্যাপারে।
আরামবাগ: সরকারি হাসপাতালের মধ্যেই রমরমিয়ে ব্যবসা করছে বেসরকারি অ্যাম্বুলেন্সের। হাসপাতাল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অগ্রাহ্য করেই হাসপাতাল চত্বরে রাস্তা ও ফুটপাত দখল করে সেই সব অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে অভিযোগ। TV9 বাংলার ক্যামেরায় ছবি তুলতেই বেপাত্তা অ্যাম্বুলেন্সের চালকেরা। হুগলির আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। অভিযোগ, হাসপাতাল চত্বরের ভিতর রাস্তা ও ফুটপাত দখল করে চলছে অ্যাম্বুল্যান্সের কারবার। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যেই। তবে তাতে কোনও কাজ হয়নি বলেই অভিযোগ। কয়েকজন অ্যাম্বুলেন্স চালককে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হতে তাঁরা বলেই দিলেন, ‘এখানেই তো থাকে, আর যা বলার বাবুরা বলবেন। ওই দিকে আছেন বাবুরা।’
কারা সরকারি হাসপাতালের ভিতর অ্যাম্বুলেন্সের ব্যবসা করছেন? কোনও এক অজানা ভয়ে রোগী বা রোগীর আত্মীয় পরিজনেরা কথা বলতে চাইছেন না এ ব্যাপারে। অপেক্ষা করেও দেখাও পাওয়া গেল না সেই ‘বাবু’দের। বর্তমানে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিকাঠামোর কাজ চলছে। রাস্তাঘাট ও বিল্ডিং-এর কাজ চলছে। সেই অবস্থায় রোগী থেকে রোগীর আত্মীয়-স্বজন প্রত্যেকেই অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ।
পরিকাঠামো উন্নয়ন ও সংস্কারের কাজ চলায় আগের এমার্জেন্সি ওয়ার্ডও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দু দিকে দাঁড়িয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স। আর মাঝখান দিয়ে যাতায়াত করছেন রোগী, রোগীর আত্মীয়-স্বজন, ডাক্তারবাবু ও নার্সরা। হাসপাতালের সুপারের কাছে অভিযোগও জানিয়েছেন বেশ কয়েকজন।
এই বিষয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল বলেন, “সরকারি হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকা ঠিক নয়। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রোগী ও পরিজনদের এক্ষেত্রে বহু অসুবিধা হচ্ছে, আমার কাছে বহু অভিযোগ এসেছে।”