ফর্ম সেভেন নিয়ে আজও বিক্ষোভ, বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ

SIR In WB: যাঁদের নামে জমা দেওয়া হয়েছে, তাঁদের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। আবার শুনানিতে ডেকে হয়রানিরও সম্ভাবনা।তাই প্রতিবাদ বিক্ষোভ। বলাগড় ব্লক তৃণমূল নেতৃত্ব, প্রাক্তন বিধায়ক অসীম মাজি, বর্তমান জেলা পরিষদ সদস্য রুনা খাতুন,পূজা ধর,কোর কমিটির সদস্য নবীন গঙ্গোপাধ্যায়, শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় ও সঞ্জয় দাস উপস্থিত।

ফর্ম সেভেন নিয়ে আজও বিক্ষোভ, বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ
ফর্ম সেভেন নিয়ে বিক্ষোভ অব্যাহতImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 21, 2026 | 1:52 PM

হুগলি: এখনও ফর্ম সেভেন বিক্ষোভ অব্যাহত। বলাগড় বিডিও অফিসের সামনে এসটিকেকে রোড অবরোধ করে তৃণমূল। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জ্ঞানেশ কুমারের কুশপুতুল নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। কুশপুতুলে জুতোপেটা করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসটিকেকে বসে পড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। তৃণমূল সংখ্যালঘু সেলের অভিযোগ, বলাগড়ের কয়েক হাজার সংখ্যালঘু ভোটারের নাম পূরণ করে ফর্ম সেভেন জমা দেওয়া হয়েছে।

যাঁদের নামে জমা দেওয়া হয়েছে, তাঁদের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। আবার শুনানিতে ডেকে হয়রানিরও সম্ভাবনা।তাই প্রতিবাদ বিক্ষোভ। বলাগড় ব্লক তৃণমূল নেতৃত্ব, প্রাক্তন বিধায়ক অসীম মাজি, বর্তমান জেলা পরিষদ সদস্য রুনা খাতুন,পূজা ধর,কোর কমিটির সদস্য নবীন গঙ্গোপাধ্যায়, শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় ও সঞ্জয় দাস উপস্থিত। বলাগড় সংখ্যালঘু সেলের সভাপতি মীর জসিমউদ্দীনের অভিযোগ, বেছে বেছে তৃণমূল সমর্থকদের নামে ফর্ম সেভেন জমা দেওয়া হয়েছে। কারা এই ফর্ম জমা করেছে তাদের নাম জানাতে হবে।

কারন প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। নির্বাচন কমিশন তাতে সঙ্গত করছে। তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।