Rachana Banerjee: ‘পরীক্ষা তো আবার হবে’, বক্স বাজানো বিতর্কে রচনা

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Mar 15, 2025 | 4:50 PM

সংবাদমাধ্যমকে সাংসদ জানালেন, যেহেতু পরীক্ষার আবহ, তাই মাত্র ১৫ মিনিট বক্স বাজানো হয়েছে।

রঙের উৎসবের আবহও চলছে পাশাপাশি চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা‌ও। এসবের মাঝেই নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের সঙ্গে রঙের উৎসবে মাতলেন সাংসদ রচনা বন্দোপাধ্যায়। নাচ গানের মাঝে সংবাদমাধ্যমকে সাংসদ জানালেন, যেহেতু পরীক্ষার আবহ, তাই মাত্র ১৫ মিনিট বক্স বাজানো হয়েছে। পাশাপাশি অভিনেত্রী তথা সাংসদ আর‌ও বলেন, “আমি চাইবো বাচ্চারা তো পড়াশোনা নিশ্চয়ই করবে, কিন্তু তার মধ্যেও এসে খেলুক।” অর্থাৎ শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করেই তাদের উৎসবে অল্পসময়ের জন্যে অংশগ্রহণ করার কথা বললেন তিনি। দেখুন ভিডিয়ো