Rachna Banerjee on Messi: মেসিকে আগেই দেখে এসেছেন রচনা, অন্যদের জন্য খারাপ লেগেছে সাংসদের

TMC MP: গত শনিবার যুবভারতীতে যে পরিস্থিতি তৈরি হয়, তার জন্য ক্রীড়ামন্ত্রী ইতিমধ্যেই অব্যাহতি চেয়েছেন। অরূপ বিশ্বাসের সেই আবেদনে সাড়াও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রচনাও মানলেন যে ক্রীড়া দফতরের গাফিলতি ছিল। তিনি বলেন, "গোটাটাই একটা মিস ম্যানেজমেন্টের নিদর্শন, যেটা আমরা আশা করিনি।"

Rachna Banerjee on Messi: মেসিকে আগেই দেখে এসেছেন রচনা, অন্যদের জন্য খারাপ লেগেছে সাংসদের
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 18, 2025 | 7:36 PM

হুগলি: ‘সল্টলেক স্টেডিয়ামে যেটা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যাঁরা মেসিকে দেখতে এসেছিলেন, তাঁরা অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন। তাঁদের স্বপ্নভঙ্গ হয়েছে। তাঁদের সবার জন্য আমাদের খারাপ লেগেছে।”

গত শনিবার যুবভারতীতে যে পরিস্থিতি তৈরি হয়, তার জন্য ক্রীড়ামন্ত্রী ইতিমধ্যেই অব্যাহতি চেয়েছেন। অরূপ বিশ্বাসের সেই আবেদনে সাড়াও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রচনাও মানলেন যে ক্রীড়া দফতরের গাফিলতি ছিল। তিনি বলেন, “গোটাটাই একটা মিস ম্যানেজমেন্টের নিদর্শন, যেটা আমরা আশা করিনি। আমরা হয়ত আরও সুন্দর করে করতে পারতাম যদি পরিকল্পনা সঠিক থাকত। এটা হায়দরাবাদ, মুম্বইস দিল্লি পারল- সেটা হয়ত এখানেও করা যেত। আশা করি আমরা এখান থেকে শিক্ষা পেয়েছি। আগামিদিনে এই ধরনের ঘটনা আর ঘটবে না।”

তবে রচনার মেসির সঙ্গে নিজের ছবি তোলার কোনও ইচ্ছা ছিল না। কারণ তিনি বিশ্বকাপের ম্যাচ দেখে এসেছেন। সাংসদ বলেন, “আমি কাতারে বিশ্বকাপ দেখে এসেছি। সেখানে মেসিকে সামনে থেকে খেলতে দেখেছি। তাই তার পাশে দাঁড়িয়ে ছবি তোলার আশা আমার ছিল না। বাকিদের আশাটা ভঙ্গ হল বলে খারাপ লাগছে।”

রচনার কথায়, যদি লোক কমিয়ে মাঠে শুধু মেসি থাকতেন, মেসির পাশে মুখ্যমন্ত্রী থাকতেন, টলিউড ইন্ডাস্ট্রির প্রকৃত মুখ যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকতেন, দেব থাকতেন, তাহলে অনুষ্ঠানটা সুন্দর হত। এদিন রচনা আরও উল্লেখ করেন, এত বড় একটা ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন। এটা সরকারি কোনও অনুষ্ঠান না থাকা সত্ত্বেও ক্ষমা চেয়েছেন।