AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rape case in Hooghly: দিনের পর দিন ‘ধর্ষণ’, জঠরে বাড়ছে সন্তান, প্রতিবন্ধীর তরুণীর কাতর ‘প্রশ্ন কে নেবে দায়?’

Rape case in Hooghly: সন্তানের ভার কে নেবে, সেই প্রশ্ন তুলেছেন তরুণী। আত্মহত্যার কথা পর্যন্ত ভাবছেন তিনি।

Rape case in Hooghly: দিনের পর দিন 'ধর্ষণ', জঠরে বাড়ছে সন্তান, প্রতিবন্ধীর তরুণীর কাতর 'প্রশ্ন কে নেবে দায়?'
ফের ধর্ষণের অভিযোগ (প্রতীকী ছবি)
| Edited By: | Updated on: Mar 16, 2022 | 11:11 AM
Share

হুগলি : প্রতিবন্ধী তরুণীকে বার বার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। আর তার জেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। থানার দ্বারস্থ হলে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করে ও তাঁর জেল হেফাজতও হয়। পরে অভিযুক্ত যুবক জামিনে ছাড়াও পেয়ে যান। কিন্তু প্রশ্ন উঠেছে, পিতৃমাতৃহীন ওই তরুণীর ভবিষ্যৎ জীবনের দায় কে নেবে? পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আগামিদিনে ভরণ পোষণের জন্য ওই যুবককেই দায়িত্ব নিতে হবে। কিন্তু তা অস্বীকার করেছেন ওই যুবক।

টাকা চাইছে পুলিশ! কী বলছে তরুণীর পরিবার?

হুগলির গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের লালুকার ঘোড়াডুবী গ্রামের ঘটনা। অভিযোগ এলাকারই যুবক শেখ মুজিবরের বিরুদ্ধে। ওই তরুণীর দাবি এই বিষয়ে বার বার থানার দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। থানার দায়িত্ব প্রাপ্ত আইসি তাঁদের কাছ থেকে সমাধানের নাম করে দফায় দফায় টাকাও নিয়েছেন বলে অভিযোগ পরিবারের।

অভিযোগ, লাগাতার ধর্ষণের জেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। শেখ মুজিবরের বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছিলেন তিনি। অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করে। তাঁর জেল হেফাজতও হয়। পরে জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন মুজিবর। আপাতত বেড়ে উঠছে তাঁর গর্ভস্থ সন্তান। কী পরিচয়ে বড় করবেন তাঁকে, দায়িত্বই বা নেবে কে, এই প্রশ্নই বারবার সামনে আনছেন তরুণী।

এই অবস্থায় মানসিক ভাবে ভেঙে তরুণী। পরিবারের তরফে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দেওয়া হয়েছে, যাতে এই তরুণীর ভবিষ্যৎ জীবনের দায়িত্ব নেওয়া হয় অভিযুক্ত যুবকের পরিবারের পক্ষ থেকে। কিন্তু কোনও দায়িত্ব নেবে না বলে জানিয়ে দিয়েছেন যুবকের পরিবার। তরুণীকে পাল্টা হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। একটা উপায় না বের হলে সপরিবারে আত্মহত্যার পথ বেছে নেবেন বলে জানিয়েছেন তরুণী। অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি করেছে তাঁর পরিবার। মৃত্যুদণ্ডের দাবিও জানানো হয়েছে।

ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না! কী দাবি অভিযুক্তের?

যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে, ডিএনএ পরীক্ষা করা হোক। তাঁরা জানিয়েছেন, ক্ষতিপূরণ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না, যা হবে আইনি পথেই মোকাবিলা করবেন তাঁরা। তাঁদের দাবি, আসলে এই ঘটনায় তরুণীর কোনও নিকট আত্মীয়ই জড়িত আছেন।

ঠিক কী অভিযোগ?

কয়েক মাস আগে পিতামাতা হারা এই প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে গ্রামেরই যুবক শেখ মুজিবরের বিরুদ্ধে। এরপরে ঘটনার পরিপ্রেক্ষিতে তরুণী গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতারও করেছিল। মাস তিনেক জেল হেফাজতে ছিলেন ওই যুবক। পরে জামিনে ছাড়া পেয়ে যান।

আরও পড়ুন : Maldah Crime News: যে বাঁশের খুঁটি নিয়ে ঝামেলা, সেই বাঁশ তুলেই ভাইকে রক্তাক্ত করল দাদা, পরের ঘটনা হার মানাবে সিনেমাকেও