আরামবাগ: ভুয়ো শিক্ষকের তালিকায় দাপুটে তৃণমূল নেতার স্ত্রীর নাম। তালিকায় নাম রয়েছে খোদ খানাকুল পঞ্চায়েত সমিতির সহ সভাপতির নইমুল হকের সহধর্মিনীর। OMR তালিকা সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়েছে। আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষিকা নমিতা আদক। ২০১৯ সাল থেকে চাকরি করছেন তিনি। পর্ষদের প্রকাশ করা তালিকায় ৮৬ নম্বরে নাম রয়েছে নমিতার। তালিকা প্রকাশে অস্বস্তিতে পড়েছে শাসকদল। বিরোধীদের অভিযোগ, স্বামী তৃণমূল নেতা। তাঁরই প্রভাবে কি এই চাকরি? কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে এই চাকরি, অভিযোগ করছে বিরোধী শিবির।
আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন নমিতা আদক। ২০১৯ সালের ২২ জানুয়ারি তিনি চাকরিতে যোগ দেন। এসএসসি-র তালিকায় ৮৬ নম্বরে নাম রয়েছে নমিতার। বেনিয়মের নিয়োগের তালিকায় তাঁর নাম প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে স্কুলও। ওই স্কুলের প্রধান শিক্ষিকা এ বিষয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধির সামনে কিছুই বলতে চাননি।
TV9 বাংলা পৌঁছে গিয়েছিল আরামবাগে তৃণমূল নেতা নইমুল হকের বাড়িতে। তাঁর বাড়িতে গিয়েও নইমুল হক কিংবা তাঁর স্ত্রী নমিতা আদকের দেখা মেলেনি। এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই নিয়ে অবশ্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে চাননি। তাঁদের বক্তব্য, যা বলার রাজ্য নেতৃত্বই বলবে। স্থানীয় বিজেপি নেতা বলেন, “তৎকালীন তৃণমূল বিধায়ক এখানকার অনেক তৃণমূল নেতা, তাঁদের আত্মীয়দের চাকরি করিয়ে দিয়েছেন। শুধু এই তৃণমূল নেতাই নয়। কয়েক হাজার কোটি টাকায় চাকরি বিক্রি হয়েছে। ”
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “এমন একটা নিয়োগ সামনে আনতে পারবেন না, ১১ বছরের মধ্যে, যার মধ্যে কোনও দুর্নীতি নেই।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “চাকরি প্রার্থীদের বিরুদ্ধে অসভ্যতা হচ্ছে বাংলায়।” তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, “ঠিক করা উচিত। এটা ব্যক্তিগতভাবে সমর্থন করিনা। “