Srirampur: গঙ্গা এবার এগোচ্ছে শ্রীরামপুরের দিকে, ধীরে ধীরে ধ্বংস করছে সব

Srirampur: এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিং ওরফে পাপ্পু। তিনি বলেন, "শ্রীরামপুরের গঙ্গা ভাঙন নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসনিক স্তরে ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।"

Srirampur: গঙ্গা এবার এগোচ্ছে শ্রীরামপুরের দিকে, ধীরে ধীরে ধ্বংস করছে সব
শ্রীরামপুরে গঙ্গা ভাঙনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 25, 2025 | 1:22 PM

শ্রীরামপুর: পুজোর মুখে যেন একের পর এক অঘটন ঘটেই চলেছে। মঙ্গলবারই মুর্শিদাবাদে গঙ্গাভাঙনে তলিয়ে গিয়েছে একের পর এক বাড়ি। সব হারিয়ে কার্যত মাথায় হাত সকলের। আর এবার শ্রীরামপুরে গঙ্গায় ভয়াল ভাঙন। রীতিমতো আতঙ্কে নেহেরুনগর কলোনি।

বলাগড়ের মতো না হলেও শ্রীরামপুর শহরে গঙ্গার ভাঙন নিয়ে বরাবরই আশঙ্কা ছিল। সিদ্ধেশ্বরীতলা থেকে মাহেশ পর্যন্ত বিস্তৃত গঙ্গার ধারে বহু জায়গায় ভাঙনের চিহ্ন ধরা পড়েছিল আগেই। চলতি বছরে অতি বৃষ্টির জেরে সেই আশঙ্কা আরও প্রবল হয়ে ওঠে। আর এবার সেই ভয়াবহতার চিত্র দেখা গেল শ্রীরামপুরের নেহেরুনগর কলোনিতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই গঙ্গার ধারে চাপ বাড়ছিল। অবশেষে গঙ্গার ধারের গুরুত্বপূর্ণ একটি রাস্তায় বড় ফাটল ধরে যায়। ফাটল এতটাই ধরেছে যে রাস্তার বড় অংশ বসে গিয়েছে গঙ্গার দিকে। স্থানীয়দের মতে, যখন তখন সেটি সম্পূর্ণ ভেঙে গঙ্গায় তলিয়ে যেতে পারে। আর যদি তা ঘটে, তবে সরাসরি বিপদের মুখে পড়বে শ্রীরামপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড। কারণ সেই রাস্তা ভেঙে গেলে হু হু করে গঙ্গার জল ঢুকে পড়বে এলাকায়।

বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের বক্তব্য, বহু বাড়িঘর ও সম্পত্তি এক মুহূর্তে নদীগর্ভে চলে যেতে পারে। তাই অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। স্থানীয়দের কথায়, শুধু নেহেরুনগর নয়, ভাঙন রুখতে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে শ্রীরামপুরের একাধিক ঘনবসতিপূর্ণ এলাকা ভবিষ্যতে বিপদের মুখে পড়তে পারে।

এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিং ওরফে পাপ্পু। তিনি বলেন, “শ্রীরামপুরের গঙ্গা ভাঙন নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসনিক স্তরে ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।”