Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dankuni: ‘গাড়িতে একটা মেয়েও ছিল, পুরো মাতাল…’, ভরসন্ধ্যায় তুমুল ঝামেলা ডানকুনিতে

Hooghly: জানা গিয়েছে, স্করপিও গাড়িটি দিঘা থেকে উত্তরপাড়ার দিকে যাচ্ছিল। কালীপুর মোড়ে একটি অলটো গাড়িতে গাড়িটি সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। গাড়িতে ছিল এক মহিলা-সহ ২ পুরুষ যাত্রী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্করপিওতে থাকা তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন।

Dankuni: 'গাড়িতে একটা মেয়েও ছিল, পুরো মাতাল...', ভরসন্ধ্যায় তুমুল ঝামেলা ডানকুনিতে
কাউন্সিলর সূর্য দে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 9:12 PM

হুগলি: পথদুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ডানকুনির কালীপুর মোড়। সোমবার সন্ধ্যায় ডানকুনির কালীপুর মোড়ে একটি চার চাকার গাড়ি আরেকটি গাড়িতে ধাক্কা মারে। ২ শিশু-সহ ২ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। একটি অলটো গাড়ি ছিল, অন্যটি স্করপিও। অভিযোগ, এই ঘটনার পর স্করপিও গাড়িতে থাকা এক মহিলা ও দু’জন পুরুষ নেমে এসে অকথ্য় ভাষায় গালিগালাজ করতে থাকেন।

অভিযোগ, গুলি করে উড়িয়ে দেবেন বলে হুমকি দেন। এমনকী নিজেদের গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এরইমধ্যে খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। তিনযাত্রীকে আটক করে।

জানা গিয়েছে, স্করপিও গাড়িটি দিঘা থেকে উত্তরপাড়ার দিকে যাচ্ছিল। কালীপুর মোড়ে একটি অলটো গাড়িতে গাড়িটি সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। গাড়িতে ছিল এক মহিলা-সহ ২ পুরুষ যাত্রী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্করপিওতে থাকা তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ডানকুনি পুরসভার কাউন্সিলর সূর্য দে। তিনি বলেন, “পার্টি অফিসে ছিলাম। দুর্ঘটনার খবর পেয়ে দৌড়ে আসি। দেখি অপ্রীতিকর ব্যাপার। যারা দুর্ঘটনা ঘটাল তারাই সকলকে ধমকাচ্ছে, হুমকি দিচ্ছে। পুরো মাতাল। হঠাৎ দেখি নিজেদের গাড়ির পেট্রোল পাম্প খুলে আগুন জ্বালাতে যাচ্ছে। সকলে আটকেছে। বলছে, গাড়ি থেকে বন্দুক বের কর। সবাইকে গুলি করে দেবো। পুলিশ এসে ব্যবস্থা নেয়। তিন চারজন ছিল। একজন মহিলাও ছিল। সব একেবারে গলা পর্যন্ত খাওয়া।”