Suvendu Adhikari: দেখা মাত্রই ‘জয় বাংলা’ স্লোগান, পাল্টা গাড়ি থেকে নেমেই ‘জয় শ্রী রাম’ শুভেন্দুর

Suvendu Adhikari: খানাকুলের রামমোহন ১ পঞ্চায়েতের গৌরাঙ্গপুর থেকে রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রাও করেন শুভেন্দু। রামমোহন স্মৃতি মন্দিরের পাশেই মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণও শানান।

Suvendu Adhikari: দেখা মাত্রই ‘জয় বাংলা’ স্লোগান, পাল্টা গাড়ি থেকে নেমেই ‘জয় শ্রী রাম’ শুভেন্দুর
স্লোগান, পাল্টা স্লোগান Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 30, 2025 | 11:32 PM

পুরশুড়া: শুভেন্দুকে দেখেই জয় বাংলা স্লোগান। পাল্টা রাস্তায় দাঁড়িয়েই হুঙ্কার দিলেন শুভেন্দু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা হুগলির পুরশুড়ায়। খানাকুলের রামমোহন ২ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে পুড়শুড়া বিধানসভার গৌরাঙ্গপুরে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিতে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই শুভেন্দুর গাড়ি দেখেই রাস্তায় এক ব্যক্তি জয় বাংলা বলে স্লোগান দিতে শুরু করেন। দেখা মাত্রই গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু। ওই ব্যক্তির সামনে গিয়ে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন। সঙ্গে সঙ্গে বলেন, একে হঠাও। মেরে চামড়া গুটিয়ে দেব। রোহিঙ্গা বলেও তোপ দাগেন। তা নিয়েই এখন জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়। শুরু হয়েছে জোরদার তরজা। 

পরবর্তীতে খানাকুলের রামমোহন ১ পঞ্চায়েতের গৌরাঙ্গপুর থেকে রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রাও করেন শুভেন্দু। রামমোহন স্মৃতি মন্দিরের পাশেই মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণও শানান। কন্যা সুরক্ষা যাত্রার পর মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদেরও মুখোমুখি হন। বারবার প্রশ্ন তোলের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “রা আমাদের শত্রু বলে মনে করে। কিন্তু আমি খেটে দল করি। আমি এসব কে পাত্তা দিই না।”   

পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। খানাকুলের রামমোহন ২ পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা সুজিত ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যয়াের দয়াতে রাজনীতিতে এসেছিল। আজকে সে বিরোধী দলনেতা। জয় বাংলা, জয় বাংলা স্লোগান শুনে গাড়ি থেকে নেমে তেড়ে যায়। এমন আচরণ মানুষ দেখছে।”