হুগলি: জগদ্ধাত্রী পুজোর নবমী। প্যান্ডেলে লোকের ভিড়। আচমকাই প্রতিমার পাশে জ্যান্ত সাপ! হুল্লোড় পড়ে যায় প্যান্ডেলে। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। চালচিত্রে চলছে সাপ! পাণ্ডুয়ার তৃণমূল নেতার জগদ্ধাত্রী পুজোয় জ্যান্ত সাপ! তবে এক্ষেত্রে ভয় নয়, ভক্তি তার থেকে বেশি! অলৌকিক কিছু মনে করে তাকে পুজো কমিটির সদস্যদের।
পাণ্ডুয়া স্টেশন বাজার জগদ্ধাত্রী পুজো কমিটি গত ২৩ বছর ধরে পুজো করে আসছে। আজ নবমী পুজোর আরতির সময় হটাৎ দেখা মেলে সাপটির। আর তা নিয়েই হইচই পড়ে যায় পুজো মণ্ডপে। কয়েক ঘণ্টা ধরে জগদ্ধাত্রীর উপর চালচিত্রে একইভাবে থাকে সাপটি।
আর সেই সাপ দেখতেই আবার পুজো মণ্ডপে ভিড় জমে যায়। অনেককে আবার ভক্তিভরে প্রণামও করতে দেখা যায়। ওইভাবেই চলে আরতি। এলাকাবাসী ও পুজো কমিটির সদস্যরা মনে করেন অলৌকিক ঘটনা। তাই পুজো কমিটির সদস্যরা সাপটিকে তাড়িয়ে দেননি। পুজো উদ্যোক্তা অসিত চট্টোপাধ্যায় বলেন, “এ এক অলৌকিক ঘটনা। কোনও বছর এরকম ঘটনা ঘটেনি। সবই মায়ের ইচ্ছা। সাপ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। তাই তাকে কোন রকম আঘাত করা হয়নি।”
প্রতিমার পাশাপাশি সেই সাপ দেখতে ভিড় করেন আশপাশের গ্রামের বাসিন্দারাও। তাঁদেরই একজন বললেন, “এখানে আমরা পুজো দেখতে আসি। শেষ কবে এই প্যান্ডেলে এমন ঘটনা ঘটেছে, মনে পড়ে না। কারণ এখানে হঠ্ সাপ চলে আসার মতোও এলাকা নয়। আশপাশে সেরকমভাবে জলাজঙ্গলও নেই।”