Hospital: রচনা এসে বলেছিলেন কুকুর-ছাগল যেন না ঘোরে হাসপাতালে, অথচ রোগীরা দেখলেন…

Hooghly Imambara Hospital: কিছুদিন আগেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে এসেছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন, হাসপাতালচত্বর কেন এত নোংরা? বলেছিলেন, পরেরবার এসে যেন দেখেন হাসপাতালের চেহারা পাল্টে গিয়েছে। হাসপাতালে যেন কুকুর, ছাগল না ঘুরে বেড়ায়।

Hospital: রচনা এসে বলেছিলেন কুকুর-ছাগল যেন না ঘোরে হাসপাতালে, অথচ রোগীরা দেখলেন...
রচনা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Aug 12, 2024 | 11:55 PM

হুগলি: হাসপাতালের বেডে রোগীরা। হঠাৎই হইচই বাইরে। জানা গেল, সরকারি হাসপাতালে বিষধর কালাচ ঘুরছে। ত্রস্ত রোগীরা। উদ্ধার হল দু’টি সাপও। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের ঘটনা। সোমবার হাসপাতালের মেল সার্জিক্যাল শৌচালয় থেকে বেরিয়ে আসে বিষধর কালাচ সাপও। এক রোগী দেখতে পান প্রায় সাড়ে ৩ ফুট একটি সাপ ঘোরাঘুরি করছে। তৎক্ষণাৎ কর্তব্যরত নার্সরা খবর দেন ওয়ার্ড মাস্টারকে। ঘটনার খবর পৌঁছয় হাসপাতাল সুপারের কাছেও। হাসপাতাল থেকে ডাকা হয় পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে। তিনি এসেই একটি কালাচ ও একটি জলঢোঁড়া সাপ উদ্ধার করেন।

কিছুদিন আগেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে এসেছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন, হাসপাতালচত্বর কেন এত নোংরা? বলেছিলেন, পরেরবার এসে যেন দেখেন হাসপাতালের চেহারা পাল্টে গিয়েছে। হাসপাতালে যেন কুকুর, ছাগল না ঘুরে বেড়ায়।

অথচ সেই হাসপাতালেই এদিন দু’খানা সাপ উদ্ধার। চন্দন ক্লেমেন্ট সিং বলেন, কালাচ সাপ কামড়ালে বোঝা যায় না। কামড়ের চিহ্ন দেখা যায় না। কিন্তু অন্যতম বিষধর সাপ এটি। তিনি সাবধানও করেন কর্তৃপক্ষকে। কখন যে মানুষের গায়ে উঠে যায়, ধরাই যায় না। হাসপাতালে এভাবে সাপ ঘুরে বেড়ানোয় আতঙ্কিত রোগীরা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)