Hooghly: ‘গাড়ি বন্ধ করবি নাকি গুলি খাবি’, হুগলিতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজি দুষ্কৃতীদের

hooghly: বুধবার উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লরিচালকরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুরনো দুষ্কৃতী 'গুজিয়া' সহ একজনকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ।

Hooghly: গাড়ি বন্ধ করবি নাকি গুলি খাবি, হুগলিতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজি দুষ্কৃতীদের
কোন্নগরে তোলাবাজির অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 13, 2025 | 7:24 PM

কোন্নগর: রাতেরবেলা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার দুই পুরনো দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানা এলাকার কোন্নগর চটকল এলাকায়। রীতিমতো গাড়ি থামিয়ে হুমকি দেয় অভিযুক্তরা।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে চটকলের দিক থেকে রিষড়া রাবার ফ্যাক্টরির দিকে ট্রাক চালকরা খালি ট্রাক নিয়ে কারখানায় যাচ্ছিলেন। সেখানেই চটকলের রাস্তায় দু’জন তাঁদের রাস্তা আটকায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের থেকে টাকার দাবি করেন। অভিযোগ, টাকা দিতে না চাইলে মারধরও করা হয় তাঁদের। গালিগালাজ করা হয়। গুলি করার হুমকি দেওয়া হয়। বলা হয়, “গাড়ি থামাবি নাকি গুলি খাবি।”

বুধবার উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লরিচালকরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুরনো দুষ্কৃতী ‘গুজিয়া’ সহ একজনকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ।

উল্লেখ্য, একটা সময় চটকল, ধর্মডাঙ্গা এলাকা ছিল সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল। চুরি ছিনতাই ডাকাতি ঘটনা অহরহ ঘটত। সন্ধের পর জনমানবহীন হয়ে পড়ত ওই এলাকা।তবে বহু বছর এই সমস্ত এলাকায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত ছিল না বললেই চলে। সম্প্রতি কোন্নগর কানাইপুরে খুন হয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। তার ঠিক কিছুদিনের মধ্যেই এভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে তাদের কাছে আগ্নেয়াস্ত্র এল এবং কেনই বা টাকা চাইছিল পুরো বিষয়টি খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ।

কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস বলেন, “অনেকদিন ধরে কোন্নগরে শান্তিশৃঙ্খলা রয়েছে। কয়েকদিন আগে কানাইপুরে পঞ্চায়েত সদস্য খুন হয়। পুলিশকে বলব মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। রং দল বিচার না করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে। আগে বোম পড়তো, খুন হত।  এগারো সালের পর কোনও খুন হয়নি।”