Suvendu Adhikari in Hooghly: কনভয় ঢুকতেই ডানকুনিতে কালো পতাকা দেখানো শুরু, শুভেন্দু বললেন, ‘তোর বাপ যাচ্ছে দেখ…’

Suvendu Adhikari in Hooghly: এরপর এ দিন মঞ্চ থেকে এই প্রসঙ্গ তোলেন বিরোধী দলনেতা। বলেন, "আমি আসার সময় দেখি ডানকুনি টোলপ্লাজার কিছু কর্মচারি আমায় কালো পতাকা দেখাচ্ছে। আমি বললাম, তোর বাপ যাচ্ছে দেখ। যত দেখাবি তত আসব।

Suvendu Adhikari in Hooghly: কনভয় ঢুকতেই ডানকুনিতে কালো পতাকা দেখানো শুরু, শুভেন্দু বললেন, তোর বাপ যাচ্ছে দেখ...
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 13, 2025 | 5:16 PM

সিঙ্গুর: সিঙ্গুরে কৃষক আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি। সেখানেই প্রধান বক্তা ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সিঙ্গুরে যাচ্ছিলেন। সেই সময় ডানকুনি টোল প্লাজার কাছে কালো পতাকা দেখানো হল তাঁকে। এরপর মঞ্চ থেকে পাল্টা দিলেন শুভেন্দুও।

এ দিন, টোলপ্লাজার সামনে দাঁড়িয়েছিলেন দশ-পনেরোজন যুবক। তাঁদের প্রত্যেকের হাতেই ছিল কালো কাপড়। শুভেন্দুর কনভয় টোল প্লাজার কাছে আসতেই কালো পতাকা দেখাতে থাকেন তাঁরা। জোরে-জোরে স্লোগান দিতে থাকেন ‘জয় বাংলা’।

এরপর এ দিন মঞ্চ থেকে এই প্রসঙ্গ তোলেন বিরোধী দলনেতা। বলেন, “আমি আসার সময় দেখি ডানকুনি টোলপ্লাজার কিছু কর্মচারি আমায় কালো পতাকা দেখাচ্ছে। আমি বললাম, তোর বাপ যাচ্ছে দেখ। যত দেখাবি তত আসব। যাওয়ার সময় গাড়ি স্লো করে যাব। যদি বাপের বেটা হোস, আমার সামনে এসে দেখা। কোচবিহারে করেছিল, বারাসতে বিজেপি কর্মীরা সাইজ করে দিয়েছে।”

সম্প্রতি কোচবিহারে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। বিরোধী দলনেতার দাবি, তাঁকে প্রাণে মারার চেষ্টা করেন। এই খবর পৌঁছয় স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে খোঁজ নেন শুভেন্দুর। এরপর আজ হুগলিতে তাঁকে দেখানো হল কালো পতাকা।