Hooghly: প্রেশার মাপার নাম করে এসেছিল ওরা, তারপরই…
Hooghly: বরুনানপাড়া পোলবা বিডিও অফিসের সামনে একটি ওষুধের দোকানের ঘটনা। মঙ্গলবার দুপুরে ওষুধের দোকানে একাই ছিলেন দোকান মালিক অরবিন্দ ঘোষ। তাঁর বক্তব্য, একজন প্রেসার মাপতে আসে তার সঙ্গে আসে আরও দুই ব্যক্তি।
হুগলি: ভেবেছিলেন কাস্টমার। সেই মতো ওষুধের দোকানে ঢুকেছিলেন তিনজন। বলেছিলেন প্রেশার মাপতে হবে। তবে প্রেশার মাপা হয়ে গেলেও টাকা না দিয়ে বেরিয়ে যান একজন। তখনও দোকানের ভিতরে বাকি দুই। আর এবার তারাই ঘটালেন কাণ্ড। ওষুধের দোকানের ক্যাশ বাক্স সাফ করল দুষ্কৃতীরা। তদন্তে পোলবা থানার পুলিশ।
বরুনানপাড়া পোলবা বিডিও অফিসের সামনে একটি ওষুধের দোকানের ঘটনা। মঙ্গলবার দুপুরে ওষুধের দোকানে একাই ছিলেন দোকান মালিক অরবিন্দ ঘোষ। তাঁর বক্তব্য, একজন প্রেসার মাপতে আসে তার সঙ্গে আসে আরও দুই ব্যক্তি। প্রেসার মাপা হয়ে গেলে তার কাছ থেকে ওষুধ চায়। ওষুধের দাম কম দিয়েই দোকান ছাড়েন ওই ব্যক্তি। তখনো তার সঙ্গে আসা আরো দুই ব্যক্তির দোকানেই বসেছিলেন। ওষুধের সঠিক দাম নিতে তার পিছু নেয় দোকানদারের।
যদিও তাকে আর পাওয়া যায়নি।ফিরে এসে দেখেন ক্যাশ বাক্স খালি।দোকানে থাকা দুই ব্যক্তিও নেই। প্রায় সাত আট হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি ওষুধ দোকানদারের। থানার দারস্থ হন তিনি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পোলবা থানার পুলিশ।