হুগলি: পেশায় তিনি পুলিশ কর্মী। না, উচ্চপদ নেই তাঁর। যেটা রয়েছে, সেটা হল শিল্পসত্ত্বা। রাফ অ্যান্ড টাফ পুলিশি উর্দির আড়ালেই বাঁচিয়ে রেখেছেন নিজের শিল্পীসত্ত্বাকে। পুজোয় বের হচ্ছে তাঁর অ্যালবাম। আগে নিজের পেশার কর্মীদেরই নিয়ে গান বেঁধেছিলেন তিনি। এবার সাংবাদিকদের নিয়ে। এই যুগে দাঁড়িয়ে যাঁদেরকে দিবারাত্র কটাক্ষ করে চলেছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, সেই সাংবাদিকদের জীবন নিয়ে গান বাঁধলেন। তিনি হুগলি গ্রামীণ পুলিশের কার্যালয়ে কর্মরত পুলিশ কর্মী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোয় রিলিজ হচ্ছে তাঁর ভিডিয়ো অ্যালবাম।
একজন সাংবাদিকের ক্যামেরার পিছনের জীবন যাত্রা কেমন, তাই রয়েছে তাঁর গানে।
এর আগে পুলিশ কর্মীদের জীবনের নিত্য দিনের সংগ্রাম নিয়ে গান বেঁধে জনপ্রিয় হয়েছিলেন তারকেশ্বরের সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। দুই বাংলায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে পুলিশ কর্মীদের নিয়ে সেই গান। নিজেই গান লেখেন, সুরও দেন নিজেই।
এবার সাংবাদিকদের ক্যামেরার পিছনের জীবন যাত্রা নিয়ে নিজের কথা,সুর দিয়ে গান বেঁধেছেন সুপ্রিয়। সেই গান নিজেই গেয়েছেন। এবার পূজায় তাঁর এই গান ভিডিয়ো অ্যালবাম হয়ে প্রকাশ্যে আসবে।
একজন পুলিশকর্মী হয়ে সাংবাদিকদের নিয়ে গান বাঁধলেন কেন? সুপ্রিয়র সাফ জবাব তিনি একজন শিল্পী, তাই তিনি যে কোনও বিষয়ের উপর গান লিখতে এবং গাইতে পারেন।
এত কিছু ছেড়ে সাংবাদিকদের নিয়ে কেন? সুপ্রিয় জানান, তিনি নিজে একজন নীচু তলার পুলিশ কর্মী। তাই সাংবাদিকদের খুব কাছ থেকে দেখেছেন তিনি। কীভাবে একজন সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তার সম্যক জ্ঞান রয়েছে তাঁর।
চ্যানেলে তাদের ঝাঁ চকচকে উপস্থাপনা দেখলেও ক্যামেরার পিছনে কীভাবে একজন সাংবাদিক দুঃসাহসিকতার সঙ্গে কাজ করেন, অন্তত সাম্প্রতিকতম ইস্যুগুলিতে, তার গানের মধ্যে তা তুলে ধরেছেন হুগলি গ্রামীণ পুলিশের কার্যালয়ে কর্মরত পুলিশ কর্মী সুপ্রিয়।
হুগলি: পেশায় তিনি পুলিশ কর্মী। না, উচ্চপদ নেই তাঁর। যেটা রয়েছে, সেটা হল শিল্পসত্ত্বা। রাফ অ্যান্ড টাফ পুলিশি উর্দির আড়ালেই বাঁচিয়ে রেখেছেন নিজের শিল্পীসত্ত্বাকে। পুজোয় বের হচ্ছে তাঁর অ্যালবাম। আগে নিজের পেশার কর্মীদেরই নিয়ে গান বেঁধেছিলেন তিনি। এবার সাংবাদিকদের নিয়ে। এই যুগে দাঁড়িয়ে যাঁদেরকে দিবারাত্র কটাক্ষ করে চলেছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, সেই সাংবাদিকদের জীবন নিয়ে গান বাঁধলেন। তিনি হুগলি গ্রামীণ পুলিশের কার্যালয়ে কর্মরত পুলিশ কর্মী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোয় রিলিজ হচ্ছে তাঁর ভিডিয়ো অ্যালবাম।
একজন সাংবাদিকের ক্যামেরার পিছনের জীবন যাত্রা কেমন, তাই রয়েছে তাঁর গানে।
এর আগে পুলিশ কর্মীদের জীবনের নিত্য দিনের সংগ্রাম নিয়ে গান বেঁধে জনপ্রিয় হয়েছিলেন তারকেশ্বরের সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। দুই বাংলায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে পুলিশ কর্মীদের নিয়ে সেই গান। নিজেই গান লেখেন, সুরও দেন নিজেই।
এবার সাংবাদিকদের ক্যামেরার পিছনের জীবন যাত্রা নিয়ে নিজের কথা,সুর দিয়ে গান বেঁধেছেন সুপ্রিয়। সেই গান নিজেই গেয়েছেন। এবার পূজায় তাঁর এই গান ভিডিয়ো অ্যালবাম হয়ে প্রকাশ্যে আসবে।
একজন পুলিশকর্মী হয়ে সাংবাদিকদের নিয়ে গান বাঁধলেন কেন? সুপ্রিয়র সাফ জবাব তিনি একজন শিল্পী, তাই তিনি যে কোনও বিষয়ের উপর গান লিখতে এবং গাইতে পারেন।
এত কিছু ছেড়ে সাংবাদিকদের নিয়ে কেন? সুপ্রিয় জানান, তিনি নিজে একজন নীচু তলার পুলিশ কর্মী। তাই সাংবাদিকদের খুব কাছ থেকে দেখেছেন তিনি। কীভাবে একজন সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তার সম্যক জ্ঞান রয়েছে তাঁর।
চ্যানেলে তাদের ঝাঁ চকচকে উপস্থাপনা দেখলেও ক্যামেরার পিছনে কীভাবে একজন সাংবাদিক দুঃসাহসিকতার সঙ্গে কাজ করেন, অন্তত সাম্প্রতিকতম ইস্যুগুলিতে, তার গানের মধ্যে তা তুলে ধরেছেন হুগলি গ্রামীণ পুলিশের কার্যালয়ে কর্মরত পুলিশ কর্মী সুপ্রিয়।