
শ্রীরামপুর: শ্রীরামপুর সুরকি ঘাটে স্নান করতে নেমেছিলেন। সেই সময়ই তলিয়ে গেলেন তিন জন। তাদের মধ্যে দু’জন কিশোরী। একজন কিশোর বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় শ্রীরামপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড শীতলাতলার বাসিন্দা এই তিনজন। একজন হল নিশা রায়(১৭),অঞ্জলি মাহাতো(১২) ও রোহন প্রসাদ(১৬)। স্থানীয় সূত্রে খবর, আজ রবিবার দুপুরে সুরকি ঘাটে স্নান করতে নামে। জোয়ারের টানে জলের গভীরে তলিয়ে যায়। গঙ্গায় তলিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়। স্পিডবোট নামিয়ে তল্লাসী শুরু হয়।
এখনো তিন কিশোর কিশোরীর খোঁজ মেলেনি। উল্লেখ্য, আজ সকালেই শেওড়াফুলি নিস্তারিণী গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় হরিপালের এক যুবক।
২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু গাঙ্গুলী ও রোহন প্রসাদের বাবা শ্রীরাম প্রসাদ জানান, তিন নাবালিকা গঙ্গা স্নান করতে নেমেছিল। তারা জোয়ারের জলে তলিয়ে যাচ্ছে দেখে রোহন ঝাঁপিয়ে পড়ে তাদের বাঁচাতে যায়। সে নিজেও তলিয়ে যায়। তিন নাবালিকার মধ্যে দুজন ডুবে যায়।