SSC Protest: ভোরে বাড়িতে পুলিশি তল্লাশি, এসএসসি অভিযানের আগেই গ্রেফতার চাকরিহারা সুমন

SSC Protest: সুমনের ভাইয়ের অভিযোগ, সকালে পুলিশ এসে বেল দেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে পুলিশ জোর করে ঢুকে যায়। খাটের তলায়, আলমারিতেও তল্লাশি চালায়।

SSC Protest: ভোরে বাড়িতে পুলিশি তল্লাশি, এসএসসি অভিযানের আগেই গ্রেফতার চাকরিহারা সুমন
চাকরিহারা সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশি হানা।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 18, 2025 | 10:31 AM

কলকাতা: এসএসসি অভিযানের আগেই ধরপাকড়। যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ। চাকরিহারাদের এসএসসি অভিযানে হামলার আশঙ্কা। অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পরই অ্যাকশনে পুলিশ। হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে, এমনটাই অভিযোগ পুলিশের। তাই আজ অভিযান শুরুর আগেই চাকরিহারা শিক্ষকের বাড়িতে হাজির হল পুলিশ। তবে সুমন বিশ্বাসকে না পেয়ে ফিরে যায় পুলিশ। পরে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে সুমন বিশ্বাসকে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

এসএসসি অভিযানে অশান্তি ছকের অভিযোগে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে আটক করে পুলিশ। গ্রেফতার করে বিধাননগর পুলিশ। আদি সপ্তগ্রাম স্টেশনে তাঁকে আটক করে পুলিশ। তাঁর বাড়িতেও গিয়েছিল পুলিশ।

জানা গিয়েছে, আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ চুঁচুড়া থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে আসে এবং বাড়িতে তল্লাশি চালায়। পরে সুমন বিশ্বাসকে না পেয়ে পুলিশ ফিরে যায়। সুমনের ভাই সঞ্জয় বিশ্বাস বলেন, “সারা রাত ধরেই পুলিশ ছিল। বাইকের উপরে শুয়ে ছিল। মনে হচ্ছে চোরের বাড়ি পাহারা দিচ্ছে। ভাইরাল অডিয়ো নিয়ে তদন্ত করুক। কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে বলে এভাবে হেনস্থা। বাড়িতে অসুস্থ মা-বাবা, স্ত্রী-সন্তান রয়েছে। একজন শিক্ষক্র এভাবে মর্যাদা রাখল পুলিশ? চোর ধরার মত পুলিশ এসে তল্লাশি করছে।দাদার অপরাধ কী? সে তো শান্তিপূর্ণ আন্দোলন করছে। সুবল সোরেন মারা গেল। তাদের জন্য লড়াই করছে।”

সুমনের ভাইয়ের অভিযোগ, সকালে পুলিশ এসে বেল দেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে পুলিশ জোর করে ঢুকে যায়। খাটের তলায়, আলমারিতেও তল্লাশি চালায়।

যোগ্য শিক্ষক শিক্ষিকা, যোগ্য শিক্ষা কর্মী, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশান ও অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস। আজ চাকরিহারা শিক্ষকদের নিয়ে এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন সুমন। সেই মর্মে ই মেল করেছিলেন।

এদিকে, গতকাল বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেন। আজ এসএসসি অভিযানে গণ্ডগোল হতে পারে, আগুন ধরানো হতে পারে- একথা শোনা যায়। পুলিশকে বোমা মারার কথা বলতে শোনা যায় ওই অডিয়োতে। আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ আন্দোলন করার কথা বলা হলেও, হিংসার আশঙ্কা প্রকাশ করে পুলিশ।

সুমন বিশ্বাস বেথুয়াডহরী মেজপোতা হাইস্কুলের জীবন বিজ্ঞানের সহ শিক্ষক। গতকালই তিনি দাবি করেছিলেন, ওই অডিয়ো কার তার তদন্ত হোক। যোগ্য শিক্ষক যারা আন্দোলন করছেন, এই অডিয়ো তাদের নয়। গ্রেফতারির আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি।

চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, “এই অডিয়ো ক্লিপ কাদের, পুলিশ খতিয়ে দেখুক। অশান্তির আশঙ্কা করা হচ্ছে, এটা কি বলা হয়েছে যে আজকের অভিযানে হিংসা ছড়াবে? আমরা যতদূর জানতে পেরেছি, যারা হুমকি দিয়েছিল, তাদের আটক করা হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার কোনও মানে হয় না।”