হুগলি : গুজরাটের সেতু বিপর্যয় নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এরাজ্যে পোস্তা ব্রিজ ভেঙে দুর্ঘটনার ঘটার পর রাজ্য সরকারকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এই ঘটনা ‘অ্যাক্ট অব গড’ নয়, ‘অ্যাক্ট অব ফ্রড’। এবার গুজরাটে ঝুলন্ত সেতু ছিঁড়ে দুর্ঘটনা ঘটার পর সে কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে তৃণমূল। সেই আক্রমণের মুখে বিজেপি রাজ্য সভাপতি দাবি করলেন, গুজরাট সেতু বিপর্যয়ে যাঁরা অভিযুক্ত, তাঁরা আগামী ৬ মাসের মধ্যে জেলে যাবে। সোমবার চন্দননগর জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে গিয়ে এমনটাই দাবি করলেন সুকান্ত।
সোমবার চন্দননগরে বিভিন্ন জগদ্ধাত্রী পূজা মণ্ডপে যান তিনি। চন্দননগর বিবিরহাট চড়কতলা তেমাতা জগদ্ধাত্রী পুজো কমিটিতে গিয়ে, রাজ্য সরকারকে পাল্টা তোপ দাগেন তিনি। গুজরাটের সেতু বিপর্যয় নিয়ে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল, ৬ বছরে ভাঙা অংশ ছাড়া বাকিটা সরাতে পারেনি আমাদের সরকার। আর সেই ঘটনায় এখনও কেউ শাস্তি পাননি। আমি গুজরাট থেকে এত দূরে দাঁড়িয়ে কথা দিচ্ছি, ৬ বছরের মধ্যে তারা জেল থাকবে।’
উল্লেখ্য, তৃণমূলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরনো বক্তৃতার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার পর্বের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, পোস্তা এলাকায় ভেঙে পড়েছিল নির্মীয়মাণ পোস্তা সেতু নিয়ে মুখ খুলেছেন মোদী। ভিডিয়োতে সেই সেতু ভাঙার ঘটনাকে ‘অ্যাক্ট অব ফ্রড’ বা ‘জালিয়াতির ফল’ বলে কটূক্তি করেছিলেন নরেন্দ্র মোদী।
২০১৬ সালের ৩১ মার্চ পোস্তার কাছে ওই নির্মীয়মাণ সেতুটি ভেঙে পড়েছিল। মৃত্যু হয়েছিল ২৭ জনের। ওই সেতু ভেঙে পড়ার দায় বামেদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, বাম সরকার ক্ষমতায় থাকাকালীনই নির্মাতা সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল।