Haripal news: গ্রামের মধ্যে কেন খুদেদের লজেন্স বিলি? শিশুপাচারকারী সন্দেহে মহিলার সঙ্গে যা করলেন গ্রামবাসীরা…

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 22, 2022 | 3:44 PM

Haripal: স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা ওই মহিলার থেকে পরিচয় জানতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় কোনও সদুত্তর দিতে পারেননি ওই মহিলা। ফলে তাঁদের সন্দেহ আরও বাড়ে।

Haripal news: গ্রামের মধ্যে কেন খুদেদের লজেন্স বিলি? শিশুপাচারকারী সন্দেহে মহিলার সঙ্গে যা করলেন গ্রামবাসীরা...
হরিপাল থানা

Follow Us

হরিপাল: এলাকায় একেবারেই পরিচিত মুখ নন। নতুন মুখ। অপরিচিত ওই মহিলা ঘোরাঘুরি করছিলেন এলাকায়। তাঁর চালচলন দেখে সন্দেহ জাগে স্থানীয়া বাসিন্দাদের মনে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মহিলা নাকি এলাকার শিশুদের হাতে লজেন্স দিচ্ছিলেন। এতে তাঁদের সন্দেহ আরও বাড়ে। ওই মহিলা শিশু পাচারকারী বলে সন্দেহ করেন স্থানীয় বাসিন্দারা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় হুগলির (Hooghly) হরিপালের মহেশ্বরপুর এলাকায়। মহিলাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা ওই মহিলার থেকে পরিচয় জানতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় কোনও সদুত্তর দিতে পারেননি ওই মহিলা। ফলে তাঁদের সন্দেহ আরও বাড়ে। মহিলাকে আটকে রেখে হরিপাল থানায় খবর পাঠান স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থল থেকে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই মহিলার নাম, পরিচয় জানার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। এর পাশাপাশি কী উদ্দেশ্য নিয়ে ওই মহিলা গ্রামে ঘুরঘুর করছিলেন, তাও জানার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

মহিলার পরনে ছিল একটি লাল রঙের শাড়ি। হাতে ছিল একটি ঝোলা। গ্রাম থেকে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ হরিপাল থানায় নিয়ে গিয়েছে। সেখানে বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মহিলার নাম পরিচয় জানার পাশাপাশি, কী কারণে ওই মহিলা সেখানে ঘুর ঘুর করছিলেন, তাঁর চালচলনে সন্দেহজনক কিছু ছিল কি না, সেই সব খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। তবে এভাবে একজন অজ্ঞাতপরিচয় মহিলার গ্রামে ঢুকে ঘোরাঘুরি করায় কিছুটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে।

উল্লেখ্য, সম্প্রতি হুগলি জেলার তারকেশ্বরেও ওই একইধরনের ঘটনা ঘটেছিল। শিশুপাচারকারী সন্দেহ কয়েকজনকে আটকে রেখে মারধরের ঘটনা ঘটেছিল। পরে পুলিশ গিয়ে সেখান থেকে পাচারকারী সন্দেহে ছয় জনকে গ্রেফতার করেছিল। সেই ঘটনা সামাল দিতে গিয়ে পুলিশকে অনেক ঝক্কি পোহাতে হয়েছিল। এবার ফের শিশু পাচারকারী সন্দেহে এক মহিলাকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা।

Next Article