Chandannagar: ইভটিজিং-ই হয়েছিল, নতুন করে অভিযোগ দায়ের সুতন্দ্রার মায়ের

Chandannagar: সুতন্দ্রার মায়ের দাবি, মেয়ের মৃত্যুর জন্য যে বা যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক। প্রথম দিনে যে অভিযোগ কাঁকসা থানায় করা হয়েছিল, তার ভিত্তিতে তদন্ত শুরু করে কাঁকসা থানার পুলিশ। এবার চন্দননগর থানাতেও আরও একটি অভিযোগ দায়ের হল।

Chandannagar: ইভটিজিং-ই হয়েছিল, নতুন করে অভিযোগ দায়ের সুতন্দ্রার মায়ের
এবার চন্দননগর থানায় অভিযোগ দায়ের করলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 01, 2025 | 9:00 PM

চন্দননগর: সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুতে ইভটিজিংয়ের অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ। গত ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে দুর্ঘটনার পর সুতন্দ্রার গাড়ির চালক ও সঙ্গীরা দাবি করেছিলেন, ইভটিজিং হয়েছিল। তাঁদের গাড়িতে ধাক্কা মেরে ধাওয়া করা হচ্ছিল। জাতীয় সড়ক থেকে নেমে সার্ভিস রোডে গিয়ে দুর্ঘটনায় পড়ে তাঁদের গাড়ি। এবার নতুন করে সুতন্দ্রার মা চন্দননগর থানায় অভিযোগ দায়ের করলেন। সেখানে ইভটিজিংয়ের অভিযোগ তুললেন তিনি।

দুর্ঘটনার পর কয়েকটা দিন কেটে গিয়েছে। সাদা গাড়ির মালিক বাবলু যাদব গ্রেফতার হয়েছেন। সুতন্দ্রার গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের বয়ান নিয়েছে আদালত। এরপর দেখা যায় সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা দাবি করেন, সুতন্দ্রা বলেছিল সাদা গাড়িকে ধাওয়া করে ধরতে। তাই তিনি একশো কিমি বেগে গাড়ি ছুটিয়ে দুর্ঘটনায় পড়েন।

শনিবার চন্দননগর থানায় সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি লেখেন, ইভটিজিং হয়েছিল। নিয়ন্ত্রণহীন অবস্থায় দুটি গাড়িই চলেছিল বলে তাঁর অভিযোগ। দুর্ঘটনায় মেয়ের মৃত্যুর জন্য দুটি গাড়িতে যাঁরা ছিলেন, তাঁরা সবাই দায়ী বলে তিনি অভিযোগ করেন।

সেদিন সুতন্দ্রার গাড়ির চালক ও আরোহীরা জানিয়েছিলেন, সাদা গাড়িতে বাবলু আর যাঁরা ছিলেন, তাঁরা মদ্যপ ছিলেন। দুটি গাড়ির গতির জন্য এই ঘটনা। সুতন্দ্রার মায়ের দাবি, মেয়ের মৃত্যুর জন্য যে বা যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক। প্রথম দিনে যে অভিযোগ কাঁকসা থানায় করা হয়েছিল, তার ভিত্তিতে তদন্ত শুরু করে কাঁকসা থানার পুলিশ। এবার চন্দননগর থানাতেও আরও একটি অভিযোগ দায়ের হল।

তনুশ্রী দেবী জানান, পুলিশে তাঁদের আস্থা রয়েছে। তাঁর মেয়ে সঠিক বিচার পাবে।