Sutandra Death: অত জোরে গাড়ি ছুটছিল, তারপরও…! সত্যিটা জানতে চান সুতন্দ্রার মা

Sutandra Death: তনুশ্রী চট্টোপাধ্য়ায়ের প্রশ্ন, সিসিটিভি-তে যেভাবে দ্রুতগতিতে গাড়ি ছুটতে দেখা গিয়েছে, তা দেখার পরও পুলিশ কেন ধরেনি? কেন অতটা রাস্তা পার হওয়ার পরও পুলিশ কোনও ব্যবস্থা নিল না?

Sutandra Death: অত জোরে গাড়ি ছুটছিল, তারপরও...! সত্যিটা জানতে চান সুতন্দ্রার মা
বাঁদিকে সুতন্দ্রা, ডান দিকে সুতন্দ্রার মাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 27, 2025 | 7:52 PM

হুগলি: সত্যিটা কী? জানতে চান সুতন্দ্রার মা। তিনি চান, প্রয়োজনে দুই গাড়িতে সবাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করুক পুলিশ। তাঁর প্রশ্ন, যাঁদের বয়ান নিয়েছিল পুলিশ, তাঁরা একেকবার একেকরকম কথা বলছেন কেন? পানাগড়-কাণ্ডে সুতন্দ্রার মৃত্যুর চারদিন পর গ্রেফতার হয়েছেন অন্যতম অভিযুক্ত বাবলু যাদবকে। বাকি সঙ্গীদের এখনও ধরা গেল না কেন? সেই প্রশ্নও উঠেছে।

সুতন্দ্রার মা জানিয়েছেন, তাঁর কোনও বয়ান রেকর্ড করা হয়নি। ইংজেরিতে লেখা হয়েছিল বয়ান। আপাতত বিচারের দাবিতে লড়াই চালিয়ে যেতে চান তিনি।

সুতন্দ্রার গাড়িতে আর যাঁরা ছিলেন, তাঁদের জবানবন্দি নিতে আজ, বৃহস্পতিবার কাঁকসায় ডেকেছিল পুলিশ। তনুশ্রী চট্টোপাধ্য়ায়ের প্রশ্ন, সিসিটিভি-তে যেভাবে দ্রুতগতিতে গাড়ি ছুটতে দেখা গিয়েছে, তা দেখার পরও পুলিশ কেন ধরেনি? কেন অতটা রাস্তা পার হওয়ার পরও পুলিশ কোনও ব্যবস্থা নিল না?

এদিন সুতন্দ্রার বাড়িতে যায় মুক্ত মঞ্চ সংগঠনের শিল্পীরা। তাদের সামনে কান্নায় ভেঙে পড়েন তনুশ্রী চট্টোপাধ্যায়। শিল্পীরা জানিয়েছেন, তাঁদের অভিজ্ঞতা ভয়ঙ্কর। রাতে অনুষ্ঠান করতে গিয়ে অনেকবার অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি করেছেন তিনি। তখনও রাস্তায় পুলিশের দেখা মেলেনি বলে তাঁদের অভিযোগ।