Tarakeswar: জিতল তৃণমূল, হারলও তৃণমূল! সমবায়ে কোন সমীকরণে উড়ল সবুজ আবির?
Tarakeswar Co Operative: পিয়াসাড়া স্টেশন পট্টি সমবায় সমিতিতে মোট ৯টি আসন। ৯টি আসনেই লড়াই হয়েছিল তৃণমূল বনাম তৃণমূলের। বিজেপি কিংবা অন্য কোনও বিরোধী দল প্রার্থীই দেয়নি। ভোটের ফলাফল বের হয় বিকালে। যেখানে দেখা যায় এলাকার উপ প্রধান শেখ মনিরুল গোষ্ঠীর ৯ জন সদস্য জয় লাভ করেছেন।

হুগলি: সমবায় ভোটে তৃণমল কে হারাল তৃণমূল! রবিবার ছিল তারকেশ্বরের পিয়াসাড়া স্টেশন পট্টি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় ছড়ায় উত্তেজনা। সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল বিশাল বাহিনী। এই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। যার জেরে বার বার অশান্ত হতে দেখা গিয়েছে এই এলাকা। ভোট প্রক্রিয়া চলাকালীন দু’পক্ষের মধ্যে বচসা হয়, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
পিয়াসাড়া স্টেশন পট্টি সমবায় সমিতিতে মোট ৯টি আসন। ৯টি আসনেই লড়াই হয়েছিল তৃণমূল বনাম তৃণমূলের। বিজেপি কিংবা অন্য কোনও বিরোধী দল প্রার্থীই দেয়নি। ভোটের ফলাফল বের হয় বিকালে। যেখানে দেখা যায় এলাকার উপ প্রধান শেখ মনিরুল গোষ্ঠীর ৯ জন সদস্য জয় লাভ করেছেন। বিধায়ক রামেন্দু সিংহ রায় গোষ্ঠীর সদস্যরা পরাজিত হয়। জয় লাভের পরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক উপ প্রধান গোষ্ঠীর তৃণমূল নেতা তথা জয়ী সদস্য সাইদুল মোল্লা। তিনি বলেন, “তারকেশ্বর বিধান সভায় রামেন্দু সিংরায় আবার প্রার্থী হলে এরকমই রেজাল্ট হবে।”
বিধায়ক রামেন্দু সিংহ রায় ফোনে TV9 বাংলাকে বলেন, “ওরা দল বিরোধী কাজ করে, এর আগেও করেছে। ওই পঞ্চায়েত এর আগে ২০১৯-২০২১ সালে আড়াই হাজার ভোটে হারিয়েছে। দল ওদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে বলেছে। এরপর কী ব্যবস্থা নেয়, সেটা দল বুঝবে।” ফল নিয়ে তাঁর ব্যাখ্যা, “এসআইআর-এর কাজ চলছে, প্রায় ৩০০ ভোটার সমবায় ভোট দিতে আসেনি।”
অন্যদিকে, নন্দীগ্রামেও রানিচক সমবায়ে জয় হয়েছে তৃণমূলের। ২৭-১৮ ভোটে জয়ী তৃণমূল। ফল বেরনোর পর তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান বনাম পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
