Nawsad Siddique: ‘নওশাদ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শোনেন…’, ভাঙড়ে কী হবে বড় ইঙ্গিত দিলেন ত্বহা

Sanath Majhi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 18, 2025 | 9:19 PM

Furfura Sarif: প্রসঙ্গত, ২০২১-এর নির্বাচনে ভাঙড় বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মহম্মদ রেজাউল করিম। তাঁকে পরাজিত করে জয়ী হন নওশাদ সিদ্দিকি। আসন হারায় তৃণমূল।

Nawsad Siddique: নওশাদ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শোনেন..., ভাঙড়ে কী হবে বড় ইঙ্গিত দিলেন ত্বহা
ত্বহা সিদ্দিকি কী বললেন নওশাদকে নিয়ে
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হুগলি: বঙ্গ রাজনীতিতে আপাতত অন্যতম চর্চার বিষয় ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক তৃণমূলে যোগ দেবেন কি না। কারণ, ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। তাঁকে বলতে শোনা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সিট হাতাতে চাইছেন নওশাদ। আর এবার আইএসএফ বিধায়ককে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ত্বহা।

এ দিন ত্বহা সিদ্দিকি বলেন, “আমার মনে হচ্ছে নওশাদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে। যা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় তাই শুনতে হবে। আর যদি না শোনে আমার মনে হচ্ছে পীর সাহেব পরিবারের কোনও একজনকে ভাঙড়েই দাঁড় করাবেন উনি।” যদিও এই বিষয়ে একাধিকবার নওশাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২১-এর নির্বাচনে ভাঙড় বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মহম্মদ রেজাউল করিম। তাঁকে পরাজিত করে জয়ী হন নওশাদ সিদ্দিকি। আসন হারায় তৃণমূল। ফলত,আগামী ছাব্বিশের নির্বাচনে হারানো আসন পুনরুদ্ধারে মরিয়া শাসকদল। আর এরই মধ্যে বঙ্গ রাজনীতিতে জল্পনা নওশাদের তৃণমূলের যোগদান নিয়ে। যদিও, সমস্ত বিতর্ক আগেই খারিজ করেছেন আইএসএফ বিধায়ক। পরিষ্কার জানিয়েছেন, তাঁকে জেল খাটিয়েছে শাসকদল। ফলে তৃণমূলে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।