Teenage girl physically assaulted: মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অন্য ‘যুক্তি’ অভিযুক্তের পরিবারের

Teenage girl physically assaulted: নির্যাতিতা কিশোরী ও তার মায়ের অভিযোগ, সোমবার রাতে গ্রামে কালীপুজোর নিরঞ্জন চলছিল। ওই কিশোরীও সেখানে গিয়েছিল। তখনই ওই প্রতিবেশী ওই যুবক তাকে একটি স্কুলের পাশে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাঁদের মেয়েকে খুঁজে পাননি। বেশ কিছুক্ষণ পর ওই কিশোরী বাড়ি ফিরে সমস্ত ঘটনার কথা জানায়।

Teenage girl physically assaulted: মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অন্য যুক্তি অভিযুক্তের পরিবারের
প্রতীকী ছবিImage Credit source: Pixabay

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 06, 2024 | 10:35 PM

আরামবাগ: প্রতিবেশী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ। বুধবার অভিযুক্ত যুবককে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। আরামবাগের হরিণখোলা এলাকায় সোমবার রাতে ওই কিশোরীকে প্রতিবেশী যুবক মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে মারধর করে ধর্ষণ করে বলে অভিযোগ। মঙ্গলবার আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।

নির্যাতিতা কিশোরী ও তার মায়ের অভিযোগ, সোমবার রাতে গ্রামে কালীপুজোর নিরঞ্জন চলছিল। ওই কিশোরীও সেখানে গিয়েছিল। তখনই ওই প্রতিবেশী ওই যুবক তাকে একটি স্কুলের পাশে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাঁদের মেয়েকে খুঁজে পাননি। বেশ কিছুক্ষণ পর ওই কিশোরী বাড়ি ফিরে সমস্ত ঘটনার কথা জানায়। এরপর ওই কিশোরীর মা আরামবাগ থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্ত নেমে পুলিশ প্রতিবেশী ওই যুবককে গ্রেফতার করে। বুধবার আরামবাগ থানার পুলিশ অভিযুক্তকে আরামবাগ মহকুমা আদালতে তোলে।

ওই কিশোরী ও তার পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যদিও অভিযুক্তের পরিবারের দাবি, ওদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। কালীপুজোর নিরঞ্জন চলাকালীন ওই কিশোরীই যুবককে ডেকে নিয়ে যায়। এখন পরিকল্পনা করে তাঁদের ছেলেকে ফাঁসানো হচ্ছে।