Arambagh: ক্লাস টেনের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল পুরশুড়া, পুলিশের গাড়ি ঘিরেও চলল বিক্ষোভ

Physical Harassment Case: বিকাল থেকেই বেশ কিছু স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা স্কুল চত্বরে গিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি এমন দাঁড়ায় যে কোনও শিক্ষকই স্কুল থেকে বের হতে পারেননি। খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুরশুড়া থানার বিশাল পুলিশ বাহিনী।

Arambagh: ক্লাস টেনের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল পুরশুড়া, পুলিশের গাড়ি ঘিরেও চলল বিক্ষোভ
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 27, 2025 | 11:58 PM

পুরশুড়া: স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে উত্তাল পুরশুড়া। শিক্ষকদের স্কুলে বন্দি করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। পুলিশ পৌঁছালে পুলিশকেও ঘেরাও করে চলল বিক্ষোভ। মাঠে নামল র‌্যাফ। শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুরশুড়া থানার পুলিশ। এলাকারই একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তারই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। বুধবার সকাল থেকে এলাকায় ঘটনার কথা চাউর হয়। তারপর থেকেই চড়ছিল ক্ষোভের পারদ। 

বিকাল থেকেই বেশ কিছু স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা স্কুল চত্বরে গিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি এমন দাঁড়ায় যে কোনও শিক্ষকই স্কুল থেকে বের হতে পারেননি। খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুরশুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের গাড়ি ঘেরাও করেও ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। 

এলাকার বাসিন্দাদের দাবি, গ্রেফতার করতে হবে অভিযুক্তকে। উপযুক্ত শাস্তি দিতে হবে। শেষে ক্ষোভের মুখে শেষ পর্যন্ত ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। চলছে জিজ্ঞাসাবাদ। তবে কিশোরীর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে তাঁরা দ্রুত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।