
হুগলি: চলছে এসআইআর। চণ্ডীতলায় মাটি খুঁড়ে বেরল এক গোছা এপিক কার্ড!চাঞ্চল্য। চণ্ডীতলা ২ বিডিও অফিসের পিছনে পড়ে রয়েছে গোছা গোছা ভোটার কার্ড!
এসআইআর পর্ব চলছে, এই সময় বিডিও অফিসে এত এপিক কার্ড পড়ে থাকতে দেখায় চাঞ্চল্য ছড়ায়। যদিও চণ্ডীতলা বিডিও অফিস সূত্রে দাবি, এগুলো সব বাতিল এপিক কার্ড।
চণ্ডীতলা ২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য দফতরের কর্মাধ্যক্ষ প্রবীণ ঘোষ বলেন, “বিডিও অফিসের পিছন দিকে যে এপিক কার্ডগুলো পাওয়া গিয়েছে, এগুলো সব বাতিল কার্ড। যারা মৃত ভোটার বা ডিজিটাল কার্ড হয়ে গিয়েছে, তারা এপিক কার্ডগুলো জমা দিয়ে গিয়েছে। এই কার্ডগুলো আমরা মাটির তলায় পুঁতে দিয়েছিলাম।”
তাঁদের বক্তব্য, জায়গাটা অসমান ছিল, এসআইআর-এর শুনানির জন্য মাটি সরিয়ে জায়গা সমান করা হচ্ছিল। তাই কার্ডগুলো বেরিয়ে পড়েছে। আধিকারিকের আরও বক্তব্য, “যেহেতু অশোক স্তম্ভ রয়েছে, তাই কার্ডগুলো আমরা পোড়াতে পারিনি। তাই মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল। তার মধ্যে কয়েকটা হয়তো বেরিয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের কোন অসুবিধা হবে না।”
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজগঞ্জে বিডিও অফিসের অদূরেই প্রচুর ভোটার কার্ড উদ্ধার হয়। তা নিয়ে রহস্য দানা বাঁধে। রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে। তিনি ফেরার। সুপ্রিম কোর্ট তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে ব্লকেরই এক কর্মীর দাবি ছিল, “আসলে অফিস পরিস্কার করা হয়েছে। অনেক পুরনোকাগজপত্র ফেলা হয়েছে।”