SIR: খসড়া তালিকা বেরনোর আগেই টাঙানো হল তালিকা! আর এই তালিকা নিয়েই এখন চরম ধন্দ

SIR In WB: ইতিমধ্যেই এসআইআর-এর ফর্ম পূরণ বা ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে বাংলায়। ১৬ ডিসেম্বর অর্থাৎ বুধবার প্রকাশিত হবে খসড়া তালিকা। তার আগেই কাদের নাম বাদ পড়েছে একটি তালিকা তৈরি করে সেই লিস্ট দেওয়ালে সাঁটানোকে কেন্দ্র তৈরি হয়েছে জল্পনা।

SIR: খসড়া তালিকা বেরনোর আগেই টাঙানো হল তালিকা! আর এই তালিকা নিয়েই এখন চরম ধন্দ
বিএলও ছন্দা ধারাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 15, 2025 | 4:38 PM

হুগলি:  খসড়া তালিকা প্রকাশের আগের দিন ক্যাম্প করে নথি জমা নিচ্ছেন বিএলও! যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ডানকুনি পৌরসভার ২০নং ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায়। এদিকে, আবার ওই এলাকায় খসড়া তালিকা প্রকাশের আগেই নাম বাদ যেতে পারে এমন সম্ভাব‍্য তালিকা প্রকাশ করছে তৃণমূল।  বিএলও কেন ক্যাম্প করেছেন? কেন আবার নথি জমা নেওয়া হচ্ছে ? কেনই বা খসড়া তালিকা প্রকাশের আগে লিস্ট টাঙানো হল? এসবের কোনও সদুত্তর দেননি সংশ্লিট বুথের বিলএলখসও সন্ধ্যা ধারা। আর পত্রপাট অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের।

ইতিমধ্যেই এসআইআর-এর ফর্ম পূরণ বা ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে বাংলায়। ১৬ ডিসেম্বর অর্থাৎ বুধবার প্রকাশিত হবে খসড়া তালিকা। তার আগেই কাদের নাম বাদ পড়েছে একটি তালিকা তৈরি করে সেই লিস্ট দেওয়ালে সাঁটানোকে কেন্দ্র তৈরি হয়েছে জল্পনা। এমনকি ওই এলাকায় সংশ্লিষ্ট বিএলও জমা নিচ্ছেন একাধিক নথি যা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

সংবাদমাধ্যমকে খবর করতে বাঁধা দেওয়া হয়। খবর সংগ্রহ করতে বাধা দেন এলাকার তৃণমল নেতা সৈয়দ নাজিবুর রহমান। খসড়া তালিকা প্রকাশের আগের দিন বিএলও-র ক্যাম্প ও তালিকা প্রকাশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তালিকা দেখতে এসেই এক যুবক বললেন, “আমাদের নাম এসেছে কিনা, দেখতে এসেছিলাম। আমার আর মায়ের নাম আসেনি। নাজিবুর লিস্টটা টাঙিয়ে দিয়েছিল। এই লিস্টে যাঁদের নাম আসেনি, তাঁদের তথ্যে ভুল আছে।”

সিপিএম নেতা মনোজ গায়েনের অভিযোগ, এসআরআই স্বচ্ছভাবে হয়নি। তৃণমূল কীভাবে তালিকা প্রকাশ করল? নিবার্চন কমিশনের খতিয়ে দেখা উচিত। বিজেপি নেতা প্রণব পাল বলেন, “২৯৫ নম্বর অর্থাৎ ওই বুথ বাংলাদেশি ধরা পড়েছিল।তালিকা প্রকাশ করে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। বেআইনি তালিকা। এই তালিকা কীভাবে প্রকাশ করতে পারে? তালিকা মঙ্গলবার প্রকাশ হবে, তার আগে সম্ভাব্য তালিকা কীভাবে বার করতে পারেন? নির্বাচন কমিশনের পদক্ষেপ করা উচিত।”

যদিও এবিষয়ে ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ রাহা তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “তালিকা কারা টাঙিয়েছে জানা নেই, যারা করেছেন, তাঁরা এলাকায় উত্তেজনা তৈরি করতে চাইছেন। যাঁরা করছেন, তাঁরা তৃণমূল কবে করেছে জানা নেই তৃণমূল দায়িত্বও নেবে না। যদি করে থাকে সেটা দল বিরোধী এবং স্পর্শকাতর।”