
হুগলি: একই দোকানে বারবার ক্রেতা সেজে রেইকি! তারপর সময় বুঝে জিনিস নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতী। হুগলির সেই দোকানের সিসিটিভি ফুটেজ ভাইরাল। ভরসন্ধ্যায় দোকানের মহিলা কর্মীকে কার্যত বোকা বানিয়ে আট লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতী। ফুটেজে দেখা যাচ্ছে, কীভাবে গল্পের ছলে পুরো ঘটনাটি ঘটানো হয়।
শ্রীরামপুরের বউবাজার এলাকার ঘটনা। অভিনব কায়দায় ক্রেতা সেজে প্রায় ৮০ গ্রাম ওজনের সাতটি সোনার চেন ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতী। গত ২৮ মে-র ঘটনা। সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। দোকান তখন ফাঁকাই ছিল।
ফুটেজে দেখা যাচ্ছে, এক যুবক ওই দোকানে ঢোকে। সোনার দোকানের মহিলা কর্মীকে বলে, আগের দিন নিয়ে যাওয়া সোনার চেন বদল করে দিতে হবে। কর্মী সে কথা শুনে সোনার চেনের বাক্স বের করে সবকটি চেন নিয়ে তাকে দেখাতে যাবেন এমন সময় তাঁর হাত থেকে চেনের গোছা কেড়ে নিয়ে দৌড় দেয় ওই দুষ্কৃতী।
সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সোনার দোকানের মালিক জানিয়েছেন, গত ১৪ তারিখে এক অচেনা ব্যক্তি একটি রুপোর চেন কেনে। এরপর ফের ২৫ তারিখে একটি রুপোর আংটি কেনে। ফের ২৮ তারিখে দোকানে গিয়ে সোনার চেন দেখতে চায়। আর মহিলাকর্মী চেন বের করতেই তাঁর হাত থেকে আচমকাই সাতটি চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী।
খবর দেওয়া হয়েছে চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন, তদন্ত চলছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই দুষ্কৃতিরা ধরা পড়বে। আগেও ওই দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। সিসি ক্যামেরায় মুখ স্পষ্ট দেখা যাচ্ছে।
#WatchNow: ভর সন্ধেবেলায় চাঞ্চল্যকর ঘটনা। একগুচ্ছ সোনার চেন নিয়ে চম্পট দুষ্কৃতীর। দেখুন চুরির সেই সিসিটিভি ফুটেজ।
সব খবর: https://t.co/zS5Is2Kr34#Shrirampur | #Theft | #CrimeNews pic.twitter.com/tfccrx2HIC
— TV9 Bangla (@Tv9_Bangla) June 4, 2025