Abhishek Banerjee: জেরক্স করে ছাপ্পা! অভিষেকের ‘নব জোয়ার’ কর্মসূচিতে অভিনব ‘ব্যালট বিভীষিকা’

Tanmoy Bairagi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 07, 2023 | 7:45 AM

Abhishek Banerjee: প্রকাশ্যে এসেছে শাসকদলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোন্দল রুখলে কড়া বার্তাও দিয়েছেন। কিন্তু দলের নিচুতলার কর্মীরা যে সে কথা কানে তুলছেন না তা বলার অপেক্ষা রাখে না।

Abhishek Banerjee: জেরক্স করে ছাপ্পা! অভিষেকের ‘নব জোয়ার’ কর্মসূচিতে অভিনব ব্যালট বিভীষিকা
আরামবাগে ছাপ্পার অভিযোগ (নিজস্ব চিত্র)

Follow Us

হুগলি: পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের জন্য জেলায়-জেলায় চলছে ভোটাভুটি। কিন্তু দলীয় নির্বাচনেও ছাপ্পা, ব্যালট বক্স ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রকাশ্যে এসেছে শাসকদলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোন্দল রুখলে কড়া বার্তাও দিয়েছেন। কিন্তু দলের নিচুতলার কর্মীরা যে সে কথা কানে তুলছেন না তা বলার অপেক্ষা রাখে না। কারণ সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল মঙ্গলবার আরামবাগে। সেখানে ব্যালট পেপার জেরক্স করে ভোট দিতে এসে দলেই প্রিসাইডিং অফিসারের কাছে ধরা পড়লেন স্থানীয় তৃণমূল নেতা। এই ফের ক্ষোভ প্রকাশ্যে।

আরামবাগের কালিপুর স্টেডিয়াম। সেখানে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নব জোয়ার’ কর্মসূচি। আর কর্মসূচির পর চলছিল পঞ্চায়েত ভোটের পছন্দের প্রার্থী নির্বাচনের জন্য ভোট গ্রহণ। অভিযোগ, ওই এলাকার স্থানীয় তৃণমূল নেতা তথা এক অঞ্চল সভাপতি তাঁর মনোনিত ভোটারদের নিয়ে ভোট দিতে আসেন। তখনই বাধে গণ্ডগোল। অভিযোগ, কয়েকজন ব্যালট পেপার জেরক্স করে আনেন। এবং ভোট দেওয়ার চেষ্টা করলে হাতেনাতে ধরা পড়ে যায়।

এই নিয়ে বাধে উত্তেজনা। তৈরি হয় বিশৃঙ্খলা। আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতিকে ক্ষোভের কথা জানাতে থাকেন দলীয় কর্মীরা। যদিও, আরামবাগ সাংগঠনিক জেলা সভাধিপতি জানান, “আমাদের একটু ভুল বুঝাবুঝি হয়েছে তা মিটে গিয়েছে।”

প্রসঙ্গত, এর আগে মুর্শিদাবাদে ঠিক একই ঘটনা প্রকাশ্যে এসেছিল। খোদ অভিষেকের সামনেই অভিযোগ ওঠে হাতাহাতির। পছন্দের প্রার্থীর নাম না থাকায় ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এরপর পুনরায় সেই একই ঘটনার অভিযোগ।

 

Next Article