Illegal Parking: বড়-বড় বিজ্ঞাপনই সার, খোদ থানার সামনে বেআইনি পার্কিং

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 28, 2022 | 11:43 PM

West Bengal: সেভ ড্রাইভ-সেভ লাইফ নিয়ে যখন রাজ্যজুড়ে প্রচার চলছে তখন খোদ থানার সামনেই বেআইনি পার্কিং নিয়ে বড়সড়ো প্রশ্ন তুলে দিল।

Illegal Parking: বড়-বড় বিজ্ঞাপনই সার, খোদ থানার সামনে বেআইনি পার্কিং
অবৈধ পার্কিংয়ে নাজেহাল জনতা (নিজস্ব ছবি)

Follow Us

গোঘাট: সেভ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে রাজ্যজুড়ে চলছে দেদার প্রচার। বড়-বড় পোস্টার, ব্যানার হোডিং করে যখন সচেতনতার পাঠ পড়াচ্ছেন রাজ্য পুলিশের আধিকারিকরা ঠিক সেই সময় রাজ্য সড়কের দু’ধারে বেআইনি পার্কিংয়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

সেভ ড্রাইভ-সেভ লাইফ নিয়ে যখন রাজ্যজুড়ে প্রচার চলছে তখন খোদ থানার সামনেই বেআইনি পার্কিং নিয়ে বড়সড়ো প্রশ্ন তুলে দিল। দুই সাইডে পার্কিং হওয়ায় রাজ্য সড়ক সংকীর্ণ হয়েছে। পাশাপাশি বেশকিছু স্কুল থাকায় ছাত্র-ছাত্রীরাও প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তার ওপর যাতায়াত করে। যখন-তখন ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। তবুও টনক নড়েনি প্রশাসনের।

স্থানীয় মানুষজন এই নিয়ে সরব হলেও পুলিশের ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না কেউই। যদিও তৃণমূল ব্লক সভাপতি রাস্তার উপর বেআইনি পুলিশের পার্কিং এর কথা স্বীকার করেছেন। তিনিও বলছেন বেআইনি এই পার্কিংয়ের জন্য দুর্ঘটনা ঘটলে তার দায় ভার পুলিশকেই নিতে হবে।

বস্তুত, শুধু বেআইনি পার্কিং নয়, এই হুগলিতেই কয়েকদিন আগে ডানকুনি পুরসভার নির্বিকার অবস্থানের ভুক্তভোগী ওয়ার্ডের আম জনতা। নিকাশির কোনও মাধ্যম না রেখেই তৈরি হওয়া গোডাউনের কারণে এলাকায় জল যন্ত্রণা চরম থেকে চরমতর হচ্ছে হলে অভিযোগ। যদিও পুরসভার দাবি, এলাকা পরিদর্শন করা হয়েছে। তাতে দেখা গিয়েছে অবৈধভাবে বেশকিছু পাঁচিল তৈরি করা হয়েছে। যার কারণেই এলাকায় জল নিকাশের সমস্যা দেখা দিয়েছে। তাই ইতিমধ্যেই কাজ বন্ধ করতে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে ওই সংস্থাকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দক্ষিণ সুভাষপল্লীতে পুরসভার অনুমতি ছাড়াই অবৈধ নির্মাণ কাজ চালাচ্ছে একটি বেসরকারি সংস্থা। এলাকার নিকাশি ব্যবস্থার বাধা সৃষ্টি হলেও রমরমিয়ে সেই গোডাউন তৈরির কাজ চলছে বলে অভিযোগ। আর এই নির্মাণের কারণে আসন্ন বর্ষা এলাকার জমা জলের যন্ত্রণা আরও দেখা দিতে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন: Daspur Woman Murder: ভোর-রাতে অদ্ভুত শব্দ কানে এসেছিল, উঁকি মারতেই স্বামীর কীর্তি দেখে ‘থ’ এলাকাবাসী

Next Article