Uttarpara: কল্যাণের কাছে বাঁচবার আর্জি, উত্তরপাড়া ‘নাবালিকা-ধর্ষণে’ ধৃত TMC নেতা জেলে
Hidmotor: এই ঘটনায় ধৃত তৃণমূল নেতা আদালতে যাওয়ার পথেই সাংবাদিকদের সামনে দাবি করেছিলেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে বাঁচানোর আর্জিও জানান তিনি। তা নিয়ে শুরু হয় রাজনৈতিক শোরগোল। সিপিআইএম-এর পক্ষ থেকে উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ দেখানো হয়।

হুগলি: উত্তরপাড়া নাবালিকাকে ধর্ষণের অভিযোগে, এখনও পর্যন্ত গ্রেফতার দুই। তাঁদের মধ্যে একজন তৃণমূল নেতা, অপর জন ওই নাবালিকারই নাবালক বন্ধু। ধৃত তৃণমূল নেতাকে শ্রীরামপুর আদালত পেশা করা হলে, বিচারক তিন দিনের জেল হাফেজতের নির্দেশ দেয়। নাবালক বন্ধুকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে।পরিবারের অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনো দীপঙ্করের দুই সঙ্গী অধরা।
তৃণমূলের যুবনেতা পরিচয় দিয়ে আগেই হুমকি দেওয়ার অভিযোগ ছিল। এ বার ‘আমি সিভিক ভলান্টিয়ার’ বলে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উঠেছে ওই ‘তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ’ যুবকের বিরুদ্ধে। এ নিয়ে শোরগোল এলাকায়।
এই ঘটনায় ধৃত তৃণমূল নেতা আদালতে যাওয়ার পথেই সাংবাদিকদের সামনে দাবি করেছিলেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে বাঁচানোর আর্জিও জানান তিনি। তা নিয়ে শুরু হয় রাজনৈতিক শোরগোল। সিপিআইএম-এর পক্ষ থেকে উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। আগামী ১৪ জানুয়ারি বামেদের পক্ষ থেকে উত্তরপাড়া বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সেখানে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় থানার সামনে বিক্ষোভে সামিল হবেন।
এআইডিএসও র পক্ষ থেকেও বিক্ষোভ দেখানো হয়। ধৃতের সঙ্গে তৃণমূলের একাধিক প্রথম সারির নেতার ছবি সামনে এসেছে, তাতে আরও বিতর্ক দানা বেঁধেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অভিযুক্ত যুবক দলে কোন পদে নেই। শ্রীরামপুর হুগলি সাংগঠনিক যুব তৃণমূলের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, “অপরাধ অপরাধ। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। আর যার কথা বলা হচ্ছে, সে দলে কোনও পদেও নেই। কড়া আইনি পদক্ষেপ করা হবে দোষীদের বিরুদ্ধে। দল তো কোনও অপকর্মকে প্রশ্রয় দেয় না, দেবেও না।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় বছর ষোলোর এক নাবালিকা এক বন্ধুর সঙ্গে বন্ধ হয়ে যাওয়া হিন্দমোটর কারখানার ভিতর গিয়েছিল। সেখানে দুই সঙ্গীকে নিয়ে উপস্থিত হন অভিযুক্ত। ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
