Fake Vaccination: ‘দিলীপ ঘোষরাই ভ্যাকসিন জালিয়াতি করিয়েছেন,’ বিস্ফোরক কল্যাণ

সৈকত দাস |

Jun 26, 2021 | 6:46 PM

Fake Vaccination কাণ্ডে BJP যোগের সন্দেহ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বললেন, "দিলীপ ঘোষেদের বিজেপির লোকেরাই পরিকল্পনা করে সমস্ত কাজ করাচ্ছে।''

Fake Vaccination: দিলীপ ঘোষরাই ভ্যাকসিন জালিয়াতি করিয়েছেন, বিস্ফোরক কল্যাণ

Follow Us

হুগলি: কসবা ভুয়ো ভ্যাকসিন (Fake Vaccination) কাণ্ডে শাসকদলের নেতাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীগ ঘোষ (Dilip Ghosh)। এবার উল্টে দিলীপবাবুদের বিরুদ্ধে ভ্যাকসিন কাণ্ডে ‘পরিকল্পনা’র অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ (TMC MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

শনিবার কল্যাণ দাবি করেন, “দিলীপ ঘোষরাই পরিকল্পনা করে ভ্যাকসিন জালিয়াতি করিয়েছেন।” এদিন উত্তরপাড়ায় দলীয় কর্মসূচীতে যোগ দিতে এসে শ্রীরামপুর সাংসদ বলেন, “ভ্যাকসিন কাণ্ডে ঠিকঠাক তদন্ত চলছে। আমার মনে হয়, দিলীপ ঘোষেদের বিজেপির লোকেরাই পরিকল্পনা করে সমস্ত কাজ করাচ্ছে। দিলীপ ঘোষের লোকেদের সঙ্গে কারও না কারও আঁতাত রয়েছে। এসব বিজেপি থেকে পরিকল্পনা করে করছে।”

প্রসঙ্গত, এদিনই শিলিগুড়ি থেকে কসবা ভ্যাকসিন (Kasba Fake Vaccine) কাণ্ডে শাসক দলের নেতামন্ত্রিদের দিকে আঙুল তোলেন দিলীপ। তাঁর কথায়, “কলকাতায় ভ্যাকসিন কাণ্ডে ধৃতকে সরকার নিরাপত্তা দিয়েছে। সবাই চিনতেন। ফটোও আছে। ধরা পড়ে গেলে একটা তদন্ত কমিশন গড়ে দায় সাড়া হচ্ছে। এই ঘটনায় তো কলকাতা পুরসভাও জড়িত। অথচ এখন নেতারা বলছেন চিনি না। রাজ্য চাইলে এই ঘটনার তদন্ত সিবিআই দিয়ে করাতে পারত। কিন্তু তা তারা করছে না। কারণ তাদের নেতারাই জড়িত।”

ভ্যাকসিন কাণ্ডে বিজেপির সিবিআই তদন্তের দাবি প্রসঙ্গে আইনজীবী-সাংসদের মন্তব্য, “অশিক্ষিত লোক যখন সাংসদ হয় আর অশিক্ষিত লোক যখন দলের সভাপতি হয় তখন এই সমস্ত কথাবার্তা বলে। কারণ আইনটা জানে না। রাজ্য সরকার কোন জায়গায় তদন্ত করতে পারে, কোন জায়গায় সিবিআই তদন্ত করতে পারে, এসব আইন জানা নেই। তাই সিবিআই তদন্তের কথা বলছে।”

আরও পড়ুন: Fake Vaccination: তৃণমূলের নেতারা এখন পিঠ বাঁচাতে দেবাঞ্জনকে চিনছেন না, দাবি দিলীপের 

একইসঙ্গে বিজেপি সাংসদ জন বার্লা, সৌমিত্র খাঁদের ‘বঙ্গভঙ্গ’-এর দাবি প্রসঙ্গে কল্যাণের কটাক্ষ, “দিলীপ ঘোষের কথার মধ্যেই পরস্পরবিরোধীতা রয়েছে। ওঁনার দলের মধ্যেও পরস্পর বিরোধিতা রয়েছে। কখনও (তাঁরা) বলছেন রাজ্য ভাগ চাই না। আবার কখনো বলেছেন ছোট ছোট রাজ্য চাই। আসলে ওঁদের নিজেদের মধ্যেই স্বচ্ছতা নেই। দলের মধ্যে নিজেদের মধ্যেই কোনও ঠিক নেই।” সব শেষে কল্যাণের ব্যঙ্গ, “বঙ্গ বিজেপি হল বল্গাবিহীন ঘোড়া, যে যেভাবে পারছে দৌড়চ্ছে।”

Next Article