Kalyan Banerjee on Suvendu Adhikari: ‘হাইকোর্টও দেখুক…’, শুভেন্দু নিয়ে তোপ কল্যাণের

Kalyan Banerjee: রবিবার শ্রীরামপুর গঙ্গা দর্শনে নিজ বাস ভবনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন গতকাল নবান্ন অভিযানের নামে অরাজকতা তৈরি হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট করেছে বিজেপি।

Kalyan Banerjee on Suvendu Adhikari: হাইকোর্টও দেখুক..., শুভেন্দু নিয়ে তোপ কল্যাণের
শুভেন্দু অধিকারী, কল্য়াণ বন্দ্যোপাধ্যায়Image Credit source: PTI and tv9

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 10, 2025 | 12:05 PM

কলকাতা: শনিবার নবান্ন অভিযান চলাকালীন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশকে কটূক্তি করার অভিযোগ ওঠে। এই নিয়েই এবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে দুষলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “হাইকোর্টের সৌজন্যে একটা বিরোধী দলনেতা কতবড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে। হাইকোর্টও দেখুক। কী মুখের ভাষা!”

রবিবার শ্রীরামপুর গঙ্গা দর্শনে নিজ বাস ভবনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন গতকাল নবান্ন অভিযানের নামে অরাজকতা তৈরি হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট করেছে বিজেপি। তিনি বলেন, “শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে অরাজকতা তৈরি হয়েছিল নবান্ন অভিযানের নামে তা ভাবা যায় না। প্রচুর ক্রিমিনাল অ্যক্টিভিটিস হয়েছে। পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট এগুলি ঘটেছে। শুভেন্দু অধিকারী নিজে উস্কানি দিয়েছেন। খুব বিশ্রী ভাষায় গালাগাল দিয়েছে। জাস্টিস রাজশেখর মান্থা একটি রায়দান করেছিলেন, শুভেন্দু অধিকারীর পক্ষে। সেই রায় দিয়েছিলেন যার ফলে একের পর এক অপরাধমূলক কাজ করছে শুভেন্দু অধিকারী। ভাষা প্রয়োগ করছেন অত্যন্ত বাজে। পিগ সন বলছেন।”

কল্যাণ বলেন, “এই ধরনের কথাবার্তা রাজনীতিতে বলা উচিত নয়। এই ধরনের লোকদের ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে পশ্চিমবাংলা থেকে। হাইকোর্টের সৌজন্যে একজন বি কত বড় ক্রিমিনাল হতে পারে মানুষ দেখছে। হাইকোর্ট ও দেখুন।
সমালোচনা সবাইকে শুনতে হবে।”