হুগলি: খানাকুলে তৃণমূলের দাপুটে নেত্রী। বর্তমানে হুগলি জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সাহিনা সুলতানা। ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। ২০১৮ সাল থেকে ২০২৩ অবধি হুগলি জেলা পরিষদের সাধারণ সদস্য ছিলেন। স্কুল সার্ভিস কমিশন ওএমআর শিট গরমিল মামলায় যে ৯০৭ জনের নামের তালিকা প্রকাশ করেছে, সেখানে তাঁরও নাম রয়েছে। যদিও সাহিনা জানিয়েছেন, এরকম কোনও খবর তাঁর কাছে আসেনি।
সূত্রের খবর, শিক্ষামন্ত্রী পদে পার্থ চট্টোপাধ্যায় থাকার সময় থেকেই দাপট বাড়তে থাকে সাহিনার। এমনকী স্থানীয় তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যায়, সাহিনা পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি খানাকুলের রাজহাটি-বন্দর হাই স্কুলের শিক্ষিকাও।
যদিও এই বিষয়ে সাহিনা সুলতানা বলেন, “আমার কাছে এখনও কিছু আসেনি। শুনছি ৯০৭ জনের নাম-সহ একটি তালিকা প্রকাশ হয়েছে। যেগুলির ওএমআর শিট বের হয়নি। ওই তালিকায় যদি আমার নাম থাকে তা আদালতের বিচারাধীন। এ নিয়ে আমি আর কিছু বলব না।” তবে এ নিয়ে বেশ হইচই শুরু হয়েছে ইতিমধ্যেই। খানাকুলের রাজহাটি-বন্দর হাইস্কুলের প্রধান শিক্ষক নগেন্দ্র সামন্ত বলেন, “উনি স্কুলে আসেন। তবে এখন ছুটিতে আছেন।”
খানাকুল-১ ব্লকের দাপুটে তৃণমূল নেতা তথা খানাকুল-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নইমুল হক ওরফে রাঙার বোন তুতো বোন সাহিনা। এর আগে খানাকুলের তৃণমূল নেতা নইমুল হকের স্ত্রী নমিতা আদকের চাকরি নিয়েও প্রশ্ন উঠেছিল। আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন তিনি। এবার প্রশ্নের মুখে নইমুলের বোনের চাকরিও।