Chanditala: বিজেপি করাই ‘অপরাধ’, মহিলার উপর অ্যাসিড হামলা, অভিযুক্ত তৃণমূল

Chanditala: শাকিলা বেগমের অভিযোগ, পঞ্চায়েত ভোটের সময় থেকেই তাঁর উপর একের পর এক হামলা হচ্ছে। বিজেপি করার জন্যই তাঁকে বারবার আঘাত করা হচ্ছে। কয়েক দিন আগেও তাঁর বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালানো হয়েছে।

Chanditala: বিজেপি করাই অপরাধ, মহিলার উপর অ্যাসিড হামলা, অভিযুক্ত তৃণমূল
বিজেপি কর্মী শাকিলা বেগমImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 30, 2023 | 4:19 PM

চণ্ডিতলা: সকালে বাড়ি ভাঙচুর। রাত্রিবেলা অ্যাসিড হামলায় জখম এক মহিলা বিজেপি কর্মী। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডিতলা থানার ভগবতী পুর মাঝেরহাট এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাত্রিবেলা দুষ্কৃতীদের ছোড়া অ্যাসিডে আক্রান্ত হন বিজেপি শাকলা বেগম। প্রথমে তাঁকে চণ্ডিতলা আইয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় চণ্ডিতলা আইয়া গ্রামীণ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

শাকিলা বেগমের অভিযোগ, পঞ্চায়েত ভোটের সময় থেকেই তাঁর উপর একের পর এক হামলা হচ্ছে। বিজেপি করার জন্যই তাঁকে বারবার আঘাত করা হচ্ছে। কয়েক দিন আগেও তাঁর বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালানো হয়েছে। অভিযোগ, এরপর পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এরপর গতকাল সকাল থেকে দফায় দফায় তাঁর বাড়িতে হামলা চালানো হয়। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে অ্যাসিডও ছোড়া হয়।

যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এলাকার তৃণমূল নেতা তথা চণ্ডিতলা এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ বলেন, “এই ঘটনার সঙ্গে কোনও রাজনীতি নেই। এটা সম্পূর্ণ পারিবারিক একটি সমস্যা। এই পারিবারিক সমস্যা দীর্ঘ দিনের। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। পুলিশকে বলেছি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার।” একই মত চণ্ডিতলা থানার পুলিশেরও। তাদের বক্তব্য, এটা একটি পারিবারিক বিবাদের ঘটনার জের।