
পোলবা: এগিয়েই চলেছে তৃণমূলের বিজয়রথ। একের পর এক সমবায় সমিতিতে জয়। এবার সবুজ আবির উড়ল পোলবার মেঘসার সমবায় নির্বাচনেও। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসে গেল বিশাল জয়। পুজোর আগেই বাজল ঢাক। দোলের আগেই উড়ল আবির। সব দেখে বিজেপি বলছে, না জানিয়ে সবটাই চুপিচুপি হয়েছে। কেন বলছে? তাঁদের দাবি, বিরোধীদের না জানিয়ে চুপিচুপি সেরে ফেলা হয়েছে মনোনয়ন পর্ব।
এদিনই ছিল হুগলির পোলবার মেঘসার সমবায় নির্বাচন। আসন ৯। কিন্তু, বাস্তবে দেখা যায় ৯ আসনে শুধুই জমা পড়েছিল তৃণমূল প্রার্থীদের মনোনয়ন। তৃণমূল ছাড়া আর অন্য কোনও দল মনোনয়ন জমা দেয়নি। ফলে ফল বেরতেই এসে যায় নিশ্চিত জয়।
তবে আক্রমণ শানাতে ছাড়ছে না বিজেপি। স্থানীয় বিজেপি নেতা শুভজিৎ ভাওয়াল বলছেন, “কবে মনোনয়ন হল, কবে প্রত্যাহারের দিন ছিল সেসব কিছুই জানায়নি। তৃণমূল সব চুপিচুপি করেছে। এটাই ওরা সর্বত্র করছে। বিরোধীদের গণতন্ত্রের সুযোগ দেব না সেই ধারাবাহিকতাই চালিয়ে যাচ্ছে।” তবে এসব মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা দেবব্রত দাস বলেন, মহানাদ গ্রাম পঞ্চায়েত তৃণমূল যেভাবে কাজ করেছে তাতে এলাকার মানুষ খুশি। ২০১৭ সালে মেঘসার সমবায়ে সিলেকশান হয়েছিল। এবার নির্বাচন হওয়ায় কথা ছিল। কিন্তু বিরোধীরা প্রার্থী দিতে পারেনি।