Singur: প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগেই সিঙ্গুর জুড়ে তৃণমূলের মিছিল

TMC: প্রসঙ্গত, ১৭ তারিখ মালদহ ও ১৮ তারিখ হুগলির সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি। কোটি কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে বাংলায় আসার উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।

Singur: প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগেই সিঙ্গুর জুড়ে তৃণমূলের মিছিল
সিঙ্গুরে তৃণমূলের সভাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 16, 2026 | 10:26 PM

হুগলি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের আগের দিন সকাল ১১টায় বাইক মিছিল বিজেপির। শুরু কামারকুন্ডু থেকে শেষ সভাস্থল। মোদীর সভার আগের দিন তৃণমূলের সভা সিঙ্গুরে। শুক্রবার দুপুর ২টো থেকে একাধিক জায়গা থেকে মিছিল করে বড়া তেলিয়ামোড়ে জমায়েত হবেন তৃণমূল নেতা কর্মীরা। সেখানেই হবে সভা। ২২ জানুয়ারি শ্রীরামপুরে জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে শুক্রবার ধানিয়াখালিতে দুপুরে বেলমুড়ি কমিউনিটি হলে জেলার উচ্চ পদস্থ নেতাদের বৈঠক। থাকবেন জেলার বিধায়ক, সাংসদ, সভাপতি, ব্লক সভাপতি, টাউন সভাপতি ,পৌর প্রধান ও উপ প্রধান, পঞ্চায়েত প্রধান ও উপ প্রধানরাও।

প্রসঙ্গত, ১৭ তারিখ মালদহ ও ১৮ তারিখ হুগলির সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি। কোটি কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে বাংলায় আসার উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। তিনি জানালেন, কেবল মালদহেই ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস হবে। হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করা হবে।

প্রধানমন্ত্রী মোদীর আসন্ন রাজ্য সফর সম্পর্কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন এবং রেখে চলেছেন। তাঁর এই সফর এই উন্নয়নের যাত্রায় আরও একটি সংযোজন। বাংলার জনগণের উপকারের জন্য তিনি ধারাবাহিক অবদান রেখে চলেছেন।”