
ব্যান্ডেল: সকাল থেকেই ট্রেন চলাচলে সমস্যা হাওড়া বর্ধমান মেন শাখায়। ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় হাওড়া থেকে বর্ধমান, কাটোয়া দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একাধিক স্টেশনে দাঁড়িয়ে যায় বহু লোকাল। অফিস টাইমে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। যদিও কিছু সময়ের মধ্যে ফের স্বাভাবিক হয় পরিষেবা। কিন্তু, তারপরেও উত্তেজনার রেশ ছিল একাধিক স্টেশনে। ব্যান্ডেলে চরম বিশৃঙ্খলা। টিকিট কাটাকে কেন্দ্র করে একেবারে হাতাহাতি। ব্যাপক ভাঙচুর চলল টিকিট কাউন্টারে। ইতিমধ্যেই এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
সূত্রের খবর, সকালের সমস্যা মিটতেই দুপুর থেকে ব্যান্ডেল স্টেশনে ১ নম্বর টিকিট কাটার জন্য ভিড় বাড়তে থাকে যাত্রীদের। অভিযোগ, অন্যান্যরা লাইনে দাঁড়িয়ে সুষ্ঠভাবে টিকিট কাটলেও কয়েকজন মত্ত যুবক এসে ঝামেলা পাকাতে শুরু করেন। অন্যান্য যাত্রীদের সরিয়ে আগে টিকিট নেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ। বাধা দিলে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করে। চলে ভাঙচুর।
ঘটনার সময় পাশের কাউন্টার ছিলেন ঋত্বিক সরকার নামে এক রেল কর্মী। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন তিনি ও তাঁর সহকর্মীরাও। ঋত্বিক সরকার বলছেন, “আজ তো সকাল থেকে ট্রেনের সমস্যা। যার জন্য টিকিট কাউন্টারেও লাইন বাড়তে থাকে। টিকিট শেষ হয়ে গেলে টিকিটের রোল চেঞ্জ করা হচ্ছিল। সেই সময় চার থেকে পাঁচ জন মত্ত যুবক এসে ঝামেলা শুরু করে।” ঋত্বিকবাবুর দাবি, পাশের কাউন্টার থেকে তাঁদের টিকিট নেওয়ার কথা বলা হলেও তাঁরা শোনেনি। উল্টে কাউন্টারের কাচ ভেঙে দেয়। রেল কর্মীদের মারারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। পুলিশের গায়েও হাত দেওয়া হয়। ধস্তাধস্তিতে জামা ছিঁড়ে যায় পুলিশের। শেষে পুলিশ দু’জনকে আটক করে নিয়ে যায়।